হৃত্বিক রোশান বলিউডের অন্যতম সেরা ও সফল নায়ক। আমাদের অত্যন্ত প্রিয় এ নায়ক শুধু ভারত বা আশেপাশেই নয় সারা পৃথিবীতেই তার জনপ্রিয়তা ঈর্ষনীয়। এই কারণে ভক্তরা তার নতুন মুভির জন্য মুখিয়ে রয়েছেন। ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় এই সুপারস্টারের। হৃত্বিক রোশানই বলিউডের একমাত্র সুপারস্টার যার অভিষেক ছবি ’কাহো না পেয়ার হ্যায়’ বল্কবাস্টার হওয়ার পাশাপাশি ২০০০ সালের সর্বোচ্চ আয়ের ছবিতে পরিণত হয়। হৃত্বিক রোশান প্রথম ছবিতেই সুপারস্টার হওয়ার সমস্থ যোগ্যতা প্রদর্শন করে। ফলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি। এ তারকার উল্লেখযোগ্য ছবি গুলো হল ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘কোয়ি মিল গেয়া’, ‘কৃষ’, ‘ধুম ২’, ‘কৃষ ৩’, ’ব্যাং ব্যাং’। বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক চার্জ করা এ তারকা ‘মহেঞ্জো ধারো’ ছবিতে ৫০ কোটি পারিশ্রমিক নিয়েছেন। হৃত্বিক রোশানের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘কাবিল’। চলতি বছর জানুয়ারিতে ছবিটি মুক্তি পাই। ‘কাবিল’ সমালোচকদের মন জয় করার পাশাপাশি বক্সঅফিসেও সফল হয়। বর্তমানে হৃত্বিক রোশানের হাতে ৪টি নতুন ছবি আছে। যার মধ্যে ’সুপার ৩০’ নামের একটির কাজ শীঘ্রই শুরু হবে। ...
পড়ুন,জানুন ও উপভোগ করুন বাংলায় দুই বাংলার জনপ্রিয় ও দরকারী সব খবরাখবর।