চতুর্থ প্রান্তিকে পরিধেয় ডিভাইস বাজারের ২১ শতাংশ দখল করেছে অ্যাপল ওয়াচ। এক বছরে বিক্রি বেড়েছে ৫৭.৫ শতাংশ, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে। এই প্রান্তিকেই প্রথম পরিধেয় ডিভাইস বিক্রিতে শীর্ষে পৌঁছেছে অ্যাপল। আগের কয়েক প্রান্তিকে ফিটবিট ও শিয়াওমি’র পর অবস্থান করছিলো প্রতিষ্ঠানটি। আগের বছর অ্যাপল ওয়াচ সিরিজ ৩ বাজারে এনেছে অ্যাপল। প্রথমবার যখন অ্যাপল ওয়াচ উন্মোচন করা হয়, তখন ডিভাইসটির প্রতি ক্রেতাদের খুব একটা আগ্রহ দেখা যায়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে অ্যাপল পণ্যের এই শ্রেণিটি। ২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে শীর্ষ পাঁচ পরিধেয় ডিভাইস প্রস্তুতকারক প্রতিষ্ঠান হলো অ্যাপল, ফিটবিট, শিয়াওমি, জার্মিন এবং হুয়াওয়ে।
পড়ুন,জানুন ও উপভোগ করুন বাংলায় দুই বাংলার জনপ্রিয় ও দরকারী সব খবরাখবর।