সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রিয়তমার প্রতি ( কবিতা)

এখন আমি অনেক অনেক সুখী আজকে ছিল সে অনেক খুশি , তার ওই চাঁদমাখা হাসি মুখ দেখলে আমার লাগে বড় সুখ। এই ভাবে যদি প্রতিটা দিন হতো, আমরা দু’জন সুখি হতাম কততো..                                                 পারলে তুমি আরেকটু কাজ করো..                                                 বাবা মাকে একটু রাজি করো..                                     ...

সকালের কবিতা

ফুটলো যখন সকাল বেলা হালকা নরম আলো সদ্য ফোঁটা শিশির ভেজা জুঁই, চামেলী তোল .. ..কল্লোল

মশা

মশাদের আনাগোনা বেড়ে গেছে তারা গান শোনায় উড়ে উড়ে ঘুরে ঘুরে চারপাশে,  চুষে খায় রক্ত আমার  চোখের নিমেষে ! মশার কামড় ও বিরক্তিতে অস্থির হয়ে এই পঙক্তিটুকু লেখা। কল্লোল

ঘুম

আমার চোখের তারায় ঘুম নেমে আসুক তুমি স্বপ্ন হয়ে আমায় ছুঁয়ে দাও আমার ঘুম কেড়ে নাও !♥️ কল্লোল

বিরহের কবিতা

তুমি চুরি করে নিয়ে গেছ সব জোছনা .. আঁধারে ঢেকে গেছে পৃথিবী রেখে গেছ নীল বেদনা .... কল্লোল  

ঘূর্ণিঝড় মোরা

আঘাত হেনেছে ‘মোরা’ ঘোর অন্ধকারে ঘেরা.. গাছ পালা পশু পাখি সব জলে ভেজা.. আদম সন্তানেরা সব ভয়ে যে দিশেহারা। ছুটে চল দ্রুত পায়.. নিরাপদ আশ্রয়। বিপদে যে আছে তোমার.. বিধাতা সহায় হোক তার.. কেটে যাক দূযোগ,কেটে যাক ভয়.. জেগে উঠুক উপকূল ,জেগে উঠুক লোকালয়.. -কল্লোল

প্রিয়তমার প্রতি

এখন আমি অনেক অনেক সুখী আজকে ছিল সে অনেক খুশি , তার ওই চাঁদমাখা হাসি মুখ দেখলে আমার লাগে বড় সুখ । এই ভাবে যদি প্রতিটা দিন হতো আমরা দু ’ জন সুখি হতাম কততো .. পারলে তুমি আরেকটু কাজ করো .. বাবা মাকে একটু রাজি করো .. এইভাবে আর কাটে না তো দিন .. তুমি হীনা সবকিছু আমার বর্ণহীন । -কল্লোল