কম্পিউটার বা ল্যাপটপ আজকের দিনে আমাদের নিত্যসঙ্গী। প্রয়োজনীয় অফিসিয়াল নানা ধরণের কাজ করতে কম্পিউটার দরকার। এই পিসি বা ল্যাপটপ যদি ঠিকমতো কাজ না করে তাহলে খুব মুশকিল। কারণ এতে করে সব কাজই আটকে যায়। প্রায়ই কম্পিউটার হ্যাং করে বা করতে পারে। তার জন্য সঠিক ভাবে জেনে রাখা ভাল কারণগুলো- কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় স্পীড কম হলে । কম্পিউটার র্যামের তুলনায় বেশী পরিমাণ কাজ করলে।আপনার কম্পিউটার র্যাম এর পরিমাণ কম কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে তো হবেই। কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন এবং প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে, বার বার একই সমস্যা হতে পারে যদি বার বার হ্যাং হয় তাহলে Cooling Fan টা check করেন এটা স্পীডে গুরছে কিনা। hard diskএ Bad sector থাকলে বা অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলে। অপারেটং সিস্টেমে ত্রুটি থাকলে মানে…কোনো সিস্টেম ফাইল file delete হয়ে যাওয়াকে বুঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে। কম্পিউটার ভাইর...
পড়ুন,জানুন ও উপভোগ করুন বাংলায় দুই বাংলার জনপ্রিয় ও দরকারী সব খবরাখবর।