সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মুখের উজ্বলতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

লোমকূপ টানটান করার উপায়

মুখের ত্বকে লোমকূপগুলো বড় থাকলে টানটান ও সঙ্কুচিত করার বেশ কয়েকটি উপায় রয়েছে। সাজসজ্জাবিষয় একটি ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এখানে কয়েকটি পন্থা দেওয়া হল। বরফের টুকরা: একটি পাতলা কাপড়ে কয়েক টুকরা বরফ নিয়ে তা মুখে ঘষে নিন। বরফ ত্বকে টানটানভাব আনে এবং লোমকূপ ছোট করতে সাহয্য করে। সাধারণ টক দই: প্রাকৃতিকভাবে তৈরি সাধারণ টক দইয়ে ল্যাক্টিক অ্যাসিড ও প্রোবায়োটিক থাকে যা লোমকূপ নিরীক্ষণ করে। এটা ভালো পরিষ্কারক হিসেবেও কাজ করে যা মুখের দাগ ছোপ দূর করতে সাহায্য করে। মুখে পাতলা করে টক দই লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুবার এটা ব্যবহার করুন। ডিমের সাদা অংশ ও লেবু: ত্বকে টানটানভাব আনতে ও অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে ডিমের সাদা অংশ কার্যকর। লেবু ভিটামিন সি সমৃদ্ধ যা ত্বক উজ্জ্বল করে। ডিমের সাদা অংশের সঙ্গে এক টেবিল-চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে শুকিয়ে নিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। প্রতি সপ্তাহে একবার ব্যবহার করুন। শসার রস: শসা প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট সমৃদ্ধ যা লোমকূপ ছোট করতে সাহায্য করে। এর জলীয় উপাদানে...