সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ল্যান্ড রোভার স্মার্টফোন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গাড়ী নির্মাতা ল্যান্ড রোভার স্মার্টফোন আনলো

এক্সপ্লোর নামের এই স্মার্টফোনটিকে ‘বিশ্বের সবচেয়ে মজবুত ফোন’ দাবী করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ল্যান্ড রোভার-এর ৪X৪ গাড়ি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে স্মার্টফোনটি। সবচেয়ে প্রতিকূল অবস্থায়ও দুই দিন চলবে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ডিভাইসটি, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-এর প্রতিবেদনে। প্রতিরক্ষামূলক কেইস রয়েছে ডিভাইসটিতে। পরিষ্কার এবং লবণাক্ত দুই ধরনের পানিতেই ১.৮ মিটার গভীরতা পর্যন্ত টিকতে পারবে নতুন এক্সপ্লোর। বরফ শীতল আবহাওয়া এবং তীব্র তাপেও ডিভাইসটির কোনো ক্ষতি হবে না বলে দাবী করেছে ল্যান্ড রোভার। ভেজা অবস্থায়ও কাজ করবে স্মার্টফোনটির পর্দা। জাগুয়ার ল্যান্ড রোভার-এর ডিরেক্টর অফ ব্র্যান্ডেড গুডস অ্যান্ড লাইসেন্সিং জো সিনক্লেয়ার বলেন, “এটি সেই স্মার্টফোন যা আমরা সবাই চাই- নকশা এবং কার্যকারিতার একটি নিখুঁত সংযোগ যা ল্যান্ড রোভার-এর ডিএনএ’র সঙ্গে মিশে আছে এবং গ্রাহককে দীর্ঘ সময়ের জন্য বাড়ির বাইরে থাকার সুযোগ দিচ্ছে।” ডিভাইসটির সঙ্গে আলাদাভাবে একটি ‘অ্যাডভেঞ্চার প্যাক’ এনেছে প্রতিষ্ঠানটি। বাড়তি ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি টিপিইউ এবং স্টেইনলেস স্টিল কারাবাইনার রয়েছে এ...