সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ভি ৩০ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এল জি নিয়ে স্মার্ট ফোনে যুক্ত হয়েছে এ আই

স্মার্ট ফোনই মোবাইল জগতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এখন । তবুও স্মার্ট ফোনকে আরো স্মার্ট করতে প্রযুক্তি কোম্পানীগুলোর চেষ্টার অন্ত নেই । অ্যাপল, এল জি, স্যামসাং সবাই চাচ্ছে ক্রেতাকে আকৃষ্ট করতে নতুন নতুন প্রযুক্তির সম্মিলন । এরই ধারাবাহিকতায় এল জি নিয়ে এসেছে এ আই ( আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ) সমৃদ্ধ এক ফোন । গত মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়াল্ড এ প্রথম উন্মুক্ত হয় এই প্রযুক্তি । ভি ৩০ ক্যামেরা দ্বারা এল জি ফোন বুঝতে পারছে ডগ ও হটডগের মধ্যেকার পার্থক্য । যা স্মার্ট ইমেজ ডিটেকশান নামে অভিহিত ।  ভিশন এ আই দ্বারা আরো উন্নত ও সাবলীল ছবি উপহার দেয়াই হবে এল জির টার্গেট । এভাবে এল জি তার গ্রাহককে এমনকি কোন পন্য তার জন্য সঠিক হবে, কি কেনা তার জন্য ভালো হবে এই সব এ্যাডভাইস ও দেবে ।