সিকিউরিটি ব্যবস্থাকে আরো উন্নত এবং স্মার্ট করতে নাইকন ও সনি যৌথ ভাবে প্রচেষ্টা নিচ্ছে । তাদের লক্ষ্য ইন্টা্রনেটে যুক্ত এমন এক ক্যামেরা, যা স্মার্টফোনের মতই নিখুঁত ছবি ও ভিডিও পাঠাবে । এই ক্যামেরা গুগল,অ্যামাজন ও অন্যান্য প্রতিদ্ধন্ধী ক্যামেরা প্রস্তুতকারককে টেক্কা দিতেই বানানোর প্রচেষ্টা নেয়া হয়েছে। এই ক্যামেরার আর এক বৈশিষ্ট হচ্ছে মোবাইল ফোনের অ্যাপ ডাউনলোডের মতই এতে নতুন নতুন ফিচার যুক্ত করা সম্ভব হবে। প্রযুক্তি সহায়তায় এক যোগে কাজ করছে সনি,নাইকন,উইসর্টন ও ফক্সকর্ণ। ‘Scenera’ নামক এই প্রজেক্টে ভবিষ্যতে আরো বেশ কিছু টেক জায়ান্ট যোগ দেবে বলে আশা করা হচ্ছে। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে এই ক্যামেরাগুল ব্যবহার করা হবে যাতে সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়। বিভিন্ন ফুটেজ একত্রিত করে একটা প্যাকেজ আকারে সে উস্থাপন করবে। ক্যামেরার গ্রহনকৃত ফুটেজ যাতে কেউ ইচ্ছাকৃত ভাবে নষ্ট বা ধ্বংস করতে না পারে তার জন্যও এই ক্যামেরায় থাকবে নিরাপত্তা ব্যবস্থা।
পড়ুন,জানুন ও উপভোগ করুন বাংলায় দুই বাংলার জনপ্রিয় ও দরকারী সব খবরাখবর।