মানুষের স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুল। গুগল গ্লাস তার মধ্যে অন্যতম । এবার অ্যাপল নিয়ে এল এধরণের আর একটি অ্যাপ। ‘কোরি’ নামেরি এই অ্যাপ অ্যাপল কেয়ারকিট প্লাটফর্মে কার্ডিওলজিবিষয়ক প্রথম অ্যাপ বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। রোগীদের হৃদরোগ সম্পর্কে শেখানোর মাধ্যমে হাসপাতাল ছাড়ছেন এমন রোগীদের সহায়তার জন্য এটি বানানো হয়েছে। এই অ্যাপ হার্ট অ্যাটাকের পর রোগীর ওষুধ সেবনের তথ্য রাখবে আর ডাক্তারের কাছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ করে দেবে। এই গবেষণার প্রধান যুক্তরাষ্ট্রের বাল্টিমোর-এর জন্স হপকিন্স ইউনিভার্সিটি-এর উইলিয়াম ইয়াং বলেন, “আমরা দেখেছি হার্ট অ্যাটাক থেকে সেরে উঠতে থাকা রোগীদের যত্নের ক্ষেত্রে বড় পার্থক্য আছে। আমরা রোগীদের তাদের নিজেদের যত্নে আরও সম্পৃক্ত করতে আর তাদেরকে বর্তমান প্রযুক্তি ব্যবহার করে হাসপাতাল ছেড়ে বাসায় থাকতে সহায়তা করতে চেয়েছি।” হার্ট অ্যাটাক হওয়া রোগীরা “হয়তো নতুন ডাক্তারদের কাছে যেতে পারেন আর ডাক্তারদের কাছে আগের চেয়ে বেশি আসতে পারেন, এই অ্যাপ তাদের এসব অ্যাপয়েন্টমেন্ট পর্যবেক্...
পড়ুন,জানুন ও উপভোগ করুন বাংলায় দুই বাংলার জনপ্রিয় ও দরকারী সব খবরাখবর।