উবার সারা পৃথিবীতেই জনপ্রিয় হয়ে উঠেছে। সেই সুবাদে বাংলাদেশেও বিশেষ করে রাজধানীতে তার আধিপত্য বাড়ছে। এবার উবার তার অ্যাপ সার্ভিসে যুক্ত করতে যাচ্ছে হেলথ কেয়ার এর সুবিধা। রোগীরা যাতে ঠিকমতো ডাক্তারের অ্যাপয়েনমেন্ট ধরতে পারে এবং নির্দিষ্ট সময়ে ডাক্তারের কাছে পৌছাতে সহায়তা করবে। বিশেষকরে সিনিয়র সিটিজেন/বয়স্করা যাতে ডাক্তারের কাছে সহজে ও সচরাচর পৌছাতে পারে, সেই চিন্তা থেকেই উবার হেলথের আগমন। নতুন উবার অ্যাপে পেশেন্ট এবং তার সহায়তাকারীর জন্য ফ্লেক্সিবল সিডউল টাইম এর ব্যবস্থা করা হচ্ছে।
পড়ুন,জানুন ও উপভোগ করুন বাংলায় দুই বাংলার জনপ্রিয় ও দরকারী সব খবরাখবর।