সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বোতামওয়ালা কি-বোর্ড বিহীন ম্যাকবুক

পুরোপুরি ওলেড পর্দার কিবোর্ডের জন্য পেটেন্ট করেছে অ্যাপল। আনুষ্ঠানিকভাবে “উন্নত দৃশ্যায়ন এবং কম প্রতিবিম্বের দুই পর্দার ডিভাইসের জন্য” এই পেটেন্ট করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। পেটেন্টে দুইটি পণ্যের কথাও জানিয়েছে অ্যাপল। ধারণা করা হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে ম্যাকবুক। এতে বলা হয়েছে একটি ডিভাইসে দুইটি পৃথক পর্দা থাকবে যা কব্জা দিয়ে সংযুক্ত থাকবে। আর অন্য ‘কিবোর্ড-স্ক্রিন’ ডিভাইসটি হবে আলাদা অ্যাকসেসোরি, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে। অন্যান্য ল্যাপটপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এখন টাচস্ক্রিনের দিকে নজর দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাকবুকে টাচস্ক্রিন দেখা যায়নি। সর্বশেষ ম্যাকবুকে কিবোর্ডের ওপরে ফাংশন কী-এর পরিবর্তে ওলেড টাচবার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এবার পুরো কিবোর্ড জুড়েই দেখা যেতে পারে ওলেড পর্দা। পর্দায় পোলারাইজার ব্যবহারের কথাও পেটেন্টে জানিয়েছে অ্যাপল। ফলে পর্দা দুইটি একে অপরের ওপর কম প্রতিবিম্ব তৈরি করবে।

২০১৯-এ চাঁদে থাকবে মোবাইল নেটওয়ার্ক!

চাঁদে বসতি গড়ার ইচ্ছা মানুষের অনেকদিনের । সে জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা । পৃথিবীর সব ধরণের সুযোগ-সুবিধা তো আগে নিশ্চিত করতে হবে ! সেই সুবাদে এবার চাঁদে মোবাইল নেটওয়ার্কের সম্ভাবনা ও পরিকল্পনাও এলো । এর মাধ্যমে চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবীতে উন্নতমানের স্ট্রিমিং ভিডিও পাঠানোর উপায় চালু হবে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। বেসরকারি অর্থে চাঁদে প্রথম অভিযান প্রকল্পের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভোডাফোন-এর জার্মান বিভাগ, নেটওয়ার্ক সামগ্রী নির্মাতা নোকিয়া আর গাড়িনির্মাতা জার্মান প্রতিষ্ঠান আউডি মঙ্গলবার জানিয়েছে, তারা এই অভিযানে সমর্থন দিতে একত্র হয়ে কাজ করছে। ভোডাফোন বলেছে, তারা মহাকাশের জন্য উপযোগী নেটওয়ার্কিং সামগ্রী বানাতে প্রযুক্তি অংশীদার হিসেবে নোকিয়াকে নিযুক্ত করেছে। এক্ষেত্রে একটি চিনির ব্যাগের চেয়েও কম ভরের ছোট হার্ডওয়্যার বানাতে হবে। তিনটি প্রতিষ্ঠান মিলে জার্মানির পিটিসায়েন্টিস্ট-এর সঙ্গে মিলে এই প্রকল্পে কাজ করছে। এ জন্য ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কেইপ ক্যানাভেরাল থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে অভিযান শুরুর ...

সুপারস্টার শ্রীদেবীর মৃত্যু রহস্য ঘনিভূত

অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর হঠাৎ মৃত্যুতে শোকগ্রস্থ সারা পৃথিবীর হিন্দি সিনেমার দর্শকরা । সেই সাথে যুক্ত হচ্ছে নানান সন্দেহ আর প্রশ্ন। ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী এখনো অভিনয় জগতে ছিলেন সক্রিয়। দুবাইয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ছোট মেয়ে খুশি ও বনি কাপুরকে নিয়ে শ্রীদেবী গিয়েছিলেন দুবাইয়ে। সেখানে জুমেইরাহ এমিরেটস টাওয়ার হোটেলে ছিলেন তারা। বিয়েবাড়ি শেষ হয়ে যাওয়ার পর ২১ ফেব্রুয়ারি মুম্বাই ফিরে আসেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও তার ছোট মেয়ে খুশি। এরপর টানা দু’দিন হোটেলের ঘর থেকে বেরোননি এই অভিনেত্রী । শনিবার সন্ধ্যায় স্ত্রীকে সারপ্রাইজ দিতে আবার দুবাই যান বনি । বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হোটেলে পৌঁছে স্ত্রীকে ঘুম থেকে তোলেন। ১৫ মিনিট দুজনের মধ্যে কথা হয় । এরপর রাত্রের খাবার খাওয়ার জন্য বনি স্ত্রীকে অনুরোধ করলে ফ্রেশ হবার জন্য বাথরুমে ঢোকেন শ্রীদেবী । কিন্তু, অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বেরোচ্ছেন না দেখে বনি বারবার দরজা ধাক্কা দেন, সাড়া না পেয়ে বাথরুমের দরজা ভেঙে অজ্ঞান অবস্থায় স্ত্রীকে বাথটাব থেকে তুলে আনেন । এরপর বনি তার এক বন্ধুকে ফোন করে ডাকেন । শ্রীদেবীকে নিয়ে যাওয়া হয় রশ...

নিলামে উঠলো জবস-এর চাকরির দরখাস্ত

প্রতিষ্ঠানটি শুরুর তিন বছর আগে এই প্রশ্নপত্র পূরণ করেছিলেন জবস। প্রশ্নপত্রটি বানান ভুলে ভরা বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। এক পৃষ্ঠার এই দলিল প্রযুক্তি খাতে আসার আগেই এই খাতের প্রতি জবস-এর আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেই ভাষ্য প্রতিবেদনটির। ওই আবেদনে বিশেষ দক্ষতার উল্লেখ করতে গিয়ে জবস “ইলেকট্রনিকস প্রযুক্তি আর ডিজাইন ইঞ্জিনিয়ার”-এর কথা বলেছেন। কম্পিউটার বোঝেন কিনা এমন প্রশ্নের জায়গায় জবাব দিয়েছেন- ‘হ্যাঁ’। জবস-এর এই আবেদন কিসের জন্য ছিল আর তা সফল হয়েছিল কি-না তা জানা যায়নি। আবেদনপত্রটিতে জবস নিজের নাম লিখেন এভাবে- ‘স্টিভেন জবস’, ঠিকানার জায়গায় লিখেন ‘রিড কলেজ’। যুক্তরাষ্ট্রের অরেগন-এর পোর্টল্যান্ড-এর এই শিক্ষাপ্রতিষ্ঠানেই তিনি পড়তেন, যদিও পরে সেখান থেকে তিনি চলে আসেন। গাড়ি চালানোর লাইসেন্স আছে কিনা এমন প্রশ্নে জবস-এর উত্তর ছিল- ‘হ্যাঁ’, কিন্তু কোনো গাড়িতে তার অ্যাকসেস আছি কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “সম্ভব, কিন্তু সম্ভাব্য নয়।” এরপর ছিল ফোন-এর তথ্য লেখার জায়গা, আইফোন-এর নির্মাতা সে সময় জবাব দিয়েছিলেন- “কিছুই না”। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস-এর বস্টনে আরআর অকশন-এ এ...

সনির নতুন এক্সপেরিয়াতে দেখতে পাবেন ৪কে এইচডিআর ভিডিও

স্মার্টফোনটিতে আনা উন্নত ক্যামেরা প্রতিষ্ঠানটিকে দুই স্মার্টফোন জায়ান্ট স্যামসাং আর অ্যাপলের সঙ্গে লড়াইয়ে সহায়তা করবে বলে আশা প্রকাশ করে সনি। এইচডিআর ফরম্যাটে ধারণ করা ইমেজ আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য সৃষ্টি করে ইমেইজের রঙ আরও উন্নত করে, এর ফলে সাদা উজ্জ্বল রঙ আরও বেশি উজ্জল হয়। এক্ষেত্রে উদ্দেশ্যটা হচ্ছে পর্দায় দেখানো ছবি আরও বেশি বাস্তবিক করে ফুটিয়ে তোলা- বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’তে। নতুন এই স্মার্টফোন দিয়ে ব্যবহারকারীরা ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারবেন। এটি এমন এক ফিচার,যা করতে অনেক সময় বড় ক্যামেরার দরকার হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু নিজেদের স্মার্টফোনগুলোকে বাজারের অন্যান্য স্মার্টফোনের চেয়ে আলাদা করে তুলে ধরতে সনি ইমেজ সেন্সর আর তাদের ক্যামেরা ব্যবসায়ের সক্ষমতা ব্যবহার করেছে। নতুন এই স্মার্টফোন দিয়ে ব্যবহারকারীরা অত্যন্ত ধীরগতির ভিডিও ধারণ করতে পারবেন। ২০১৭ সালে সনি’র আনা এক্সপেরিয়া এক্সজেড১ স্মার্টফোনে ব্যবহারকারীদেরকে ৩ডি ইমেজ ধারণের সুবিধা দেওয়া হয়েছিল। এক্সজেড২-এ সনি স্মার্টফোনটির সক্ষমতা আরো বাড়িয়েছে। এটি ব্যবহারকারীদেরকে সেলফি তুলে তা ৩ডি...

গাড়ী নির্মাতা ল্যান্ড রোভার স্মার্টফোন আনলো

এক্সপ্লোর নামের এই স্মার্টফোনটিকে ‘বিশ্বের সবচেয়ে মজবুত ফোন’ দাবী করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ল্যান্ড রোভার-এর ৪X৪ গাড়ি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে স্মার্টফোনটি। সবচেয়ে প্রতিকূল অবস্থায়ও দুই দিন চলবে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ডিভাইসটি, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-এর প্রতিবেদনে। প্রতিরক্ষামূলক কেইস রয়েছে ডিভাইসটিতে। পরিষ্কার এবং লবণাক্ত দুই ধরনের পানিতেই ১.৮ মিটার গভীরতা পর্যন্ত টিকতে পারবে নতুন এক্সপ্লোর। বরফ শীতল আবহাওয়া এবং তীব্র তাপেও ডিভাইসটির কোনো ক্ষতি হবে না বলে দাবী করেছে ল্যান্ড রোভার। ভেজা অবস্থায়ও কাজ করবে স্মার্টফোনটির পর্দা। জাগুয়ার ল্যান্ড রোভার-এর ডিরেক্টর অফ ব্র্যান্ডেড গুডস অ্যান্ড লাইসেন্সিং জো সিনক্লেয়ার বলেন, “এটি সেই স্মার্টফোন যা আমরা সবাই চাই- নকশা এবং কার্যকারিতার একটি নিখুঁত সংযোগ যা ল্যান্ড রোভার-এর ডিএনএ’র সঙ্গে মিশে আছে এবং গ্রাহককে দীর্ঘ সময়ের জন্য বাড়ির বাইরে থাকার সুযোগ দিচ্ছে।” ডিভাইসটির সঙ্গে আলাদাভাবে একটি ‘অ্যাডভেঞ্চার প্যাক’ এনেছে প্রতিষ্ঠানটি। বাড়তি ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি টিপিইউ এবং স্টেইনলেস স্টিল কারাবাইনার রয়েছে এ...

বোয়িংয়ের স্বচালিত মালবাহী আকাশযান উন্মোচন

তিন মাসেরও কম সময়ে এই সিএভি’র নকশা ও বানানোর কাজ করা হয়েছে বলে জানিয়েছে বোয়িং। প্রতিষ্ঠানটি বলে, এটি একটি পরিবেশবান্ধব বৈদ্যুতিক ব্যবস্থায় চালানো হয়। এই আকাশযান পাঁচশ’ পাউন্ড পর্যন্ত বহন করতে পারবে বলেও জানিয়েছে নির্মাতারা। এই সিএভি বানাতে কাজ করা বোয়িংয়ের বোয়িং হরাইজনএক্স বিভাগ-এর স্টিভ নর্ডলান্ড বলেন, “আমাদের নতুন সিএভি প্রটোটাইপ… স্বয়ংক্রিয় মালামাল সরবরাহ আর অন্যান্য পরিবহন কাজে নতুন সম্ভাবনা তুলে ধরে।” জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধ আর কম খরচের বিষয় মাথায় রেখে উন্নত ব্যাটারি প্রযুক্তি আর বৈদ্যুতিক মোটর বানানোর প্রতিযোগিতার মধ্যে নতুন এই আকাশযান আনলো বোয়িং। ২০১৭ সালে বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী ফরাসী প্রতিষ্ঠান এয়ারবাস, ব্রিটিশ অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান রোলস-রয়েস আর জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান সিমেন্স মিলে একটি হাইব্রিড বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি করে।

স্ট্রোক-এ সহায়তা করবে গলায় বসানো সেন্সর

যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি-এর বিজ্ঞানীরা গলায় পরিধেয় নতুন এই সেন্সর এনেছেন। কেউ নির্বাক হয়ে গেলে এই সেন্সর তা শনাক্ত ও চিকিৎসায় সহায়তা করবে। স্নায়বিক আঘাত বা স্ট্রোকের কারণে বাকশক্তি হারিয়ে ফেলার সমস্যাকে বাকরোধ বা অ্যাফেসিয়া বলা হয়। তারবিহীন এই ডিভাইসটি আক্রান্ত ব্যক্তির কণ্ঠের কম্পন শনাক্ত করে। এর মাধ্যমে ব্যক্তি স্বাভাবিক হয়েছেন কিনা আর চিকিৎসকের কাছে উচিৎ কিনা তা যাচাই করবে। প্রযুক্তি সাইটটি বলেছে, এই সেন্সর একটি মাইক্রোফোনের তুলনায় শুধু সঠিকই নয় বরং তুলনামূলকভাবে আরও আরামদায়ক এবং এটি বেশিদিন টিকবে। এতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যার ফলে গলার ত্বক ভাঁজ হলেও বিরক্ত লাগবে না। এই সেন্সর কাউকে পুরোপুরি সুস্থ করে দেবে না, কিন্তু এটি আক্রান্ত ব্যক্তির সুস্থ হওয়ার প্রক্রিয়া দ্রুত করবে বলেই উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইটটির প্রতিবেদনে।

হৃদরোগীদের সাহায্যে এল অ্যাপ

মানুষের স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুল। গুগল গ্লাস তার মধ্যে অন্যতম । এবার অ্যাপল নিয়ে এল এধরণের আর একটি অ্যাপ। ‘কোরি’ নামেরি এই অ্যাপ অ্যাপল কেয়ারকিট প্লাটফর্মে কার্ডিওলজিবিষয়ক প্রথম অ্যাপ বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। রোগীদের হৃদরোগ সম্পর্কে শেখানোর মাধ্যমে হাসপাতাল ছাড়ছেন এমন রোগীদের সহায়তার জন্য এটি বানানো হয়েছে। এই অ্যাপ হার্ট অ্যাটাকের পর রোগীর ওষুধ সেবনের তথ্য রাখবে আর ডাক্তারের কাছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ করে দেবে। এই গবেষণার প্রধান যুক্তরাষ্ট্রের বাল্টিমোর-এর জন্স হপকিন্স ইউনিভার্সিটি-এর উইলিয়াম ইয়াং বলেন, “আমরা দেখেছি হার্ট অ্যাটাক থেকে সেরে উঠতে থাকা রোগীদের যত্নের ক্ষেত্রে বড় পার্থক্য আছে। আমরা রোগীদের তাদের নিজেদের যত্নে আরও সম্পৃক্ত করতে আর তাদেরকে বর্তমান প্রযুক্তি ব্যবহার করে হাসপাতাল ছেড়ে বাসায় থাকতে সহায়তা করতে চেয়েছি।” হার্ট অ্যাটাক হওয়া রোগীরা “হয়তো নতুন ডাক্তারদের কাছে যেতে পারেন আর ডাক্তারদের কাছে আগের চেয়ে বেশি আসতে পারেন, এই অ্যাপ তাদের এসব অ্যাপয়েন্টমেন্ট পর্যবেক্...

স্যামসাং গ্যালাক্সি এস ৯ আসছে

স্যামসাং গ্যালাক্সি এস ৯ আসছে । স্যামসাং আগামী ২৫ তারিখেই হয়তো এর আনুষ্ঠানিক সংবাদ জানাবে । তবে এক ভক্তের দৌলতে আমরা পেয়েছি এর আগাম লুক ।

নকিয়া নিয়ে আসছে নতুন ফোন

নকিয়া সারা বিশ্বে মোবাইল প্রেমিদের এক ভালোলাগার নাম । দীর্ঘদিন মাঠে অনুপস্থিত থাকার পর আবার সে নতুন রূপে ফিরছে মার্কেটে । সেই সাথে জয় করছে লাখো ইউজারের মন । নকিয়া এবার নিয়ে আসছে নকিয়া ৭ প্লাস ও নকিয়া ১  নামের দুটি স্মার্ট ফোন। যতটুকু জানা গেছে তাতে নকিয়ার এই ফোনে থাকছে ১। ২ টি রেয়ার ক্যামেরা ২।ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ৩। ১৮:৯ ডিসপ্লে এসপেক্ট রেশিও। আরো নানান ফিচার নিয়ে পছন্দের ব্রান্ডটি বাজারে তার হারানো সাম্রাজ্য ফিরে পাবার আশায় লড়ছে।

আইওএস-এ গুরুতর বাগ: স্বীকার করলো অ্যাপল

ম্যাসেন্জিং সিস্টেমের এই ত্রুটি ল্যাংগুয়েজ বেসড। আইওএস ১১.২.৫-এ গুরুতর বাগ থাকার কথা স্বীকার করেছে অ্যাপল। আইমেসেজ-এর মাধ্যমে অ্যাপ ক্র্যাশ করাতে পারে এই বাগ। ইতোমধ্যেই ত্রুটি সারানোর কাজ করা হচ্ছে বলে জানিয়েছে অ্যাপল-- খবর আইএএনএস-এর। চলতি সপ্তাহের শুরুতে প্রথম এই ত্রুটিটি ধরা পড়ে। মেসেজে ভারতীয় তেলেগু ভাষার একটি বিশেষ অক্ষর থাকলেই আইফোন ক্র্যাশ করে। এর ফলে মেসেজ, ফেইসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ-এ প্রবেশ করা যাচ্ছিল না বলে জানানো হয়। বৃহস্পতিবার প্রযুক্তি সাইট ভার্জ-এর এক প্রতিবেদনে বলা হয়, “আইওএস ১১.৩-এ যখন সমস্যাগুলো সমাধান করা হচ্ছে, অ্যাপল বলেছে তারা শীঘ্রই আইওএস ১১-এর একটি আপডেট আনতে যাচ্ছে, যা বসন্তে আইওএস ১১.৩ আসার আগেই সমস্যাগুলো শনাক্ত করবে।” আইওএস-এর ত্রুটি বিল্ট-ইন ম্যাকওএস আর অ্যাপল ওয়াচ-এর মেসেজেস অ্যাপকেও আক্রান্ত করেছে। মার্কিন সাময়িকী ফোর্বস-এর প্রতিবেদনে বলা হয়, ডিভাইসগুলো রিস্টার্ট করার পর ব্যবহারকারীরা মেসেজ অ্যাপটি চালু করতে পারবেন না, এটি এমন কিছু যার সাংঘাতিক ফলাফল হওয়ার আশঙ্কা রয়েছে। অ্যাপলের পক্ষ থেকে চলতি বছর জানুয়ারিতে বলা হয়, আসন্ন অ্যাপল আইওএস ১১.৩ আপডে...

মানুষের চেয়ে শত কোটি গুণ এগিয়ে এআই

দুবাইতে সিএনবিসি আয়োজিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-এ কথা বলার সময় এমন মন্তব্য করেছেন ফিউচারিজোন-এর ইয়ান পিয়ারসন। এআই বিষয়ে টেসলা প্রধান ইলন মাস্ক-এর ধারণাকে সামনে রেখেই এমন মন্তব্য করেন তিনি। “বাস্তবতা হচ্ছে মানুষের চেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে এআই, এই মুহুর্তে এটি কয়েকশ’ কোটি গুণ স্মার্ট হতে পারে। তাই আমাদের এটা নিশ্চিত করা দরকার যে আমাদের এমন কিছু আছে যা দিয়ে আমরা তাল মেলাতে পারবো,” বলেন পিয়ারসন। “এর থেকে রক্ষা পাওয়ার উপায় হলো এআইকে আপনার মস্তিষ্কের সঙ্গে যুক্ত করা যাতে আপনারও কম্পিউটারের মতো একই ধরনের আইকিউ থাকে। ইলন মাস্কের মতো আমিও মনে করি যে যতদিন পর্যন্ত মানুষের মস্তিষ্কের সঙ্গে সরাসরি যোগাযোগ আনা সম্ভব নয় ততদিন পর্যন্ত এ ধরনের সুপারহিউম্যান কম্পিউটার তৈরি নিরাপদ নয় এবং অনেক দূর যাওয়া উচিত নয়।” ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০১৭ তে এআইয়ের ক্ষমতা নিয়ে সতর্ক করেছিলেন মাস্ক। তিনি বলেন, আরও ক্ষমতাবান প্রযুক্তি আনতে মানুষ ও মেশিনের অবশ্যই একত্রিত হওয়া উচিত। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে মাস্ক বলেন, “আমি মনে করি সময়ের সঙ্গে আমরা বায়োলজিকাল ইন্টেলিজেন্স ও ডিজিটাল ইন্টেলিজেন্স-কে এক হতে দেখতে ...

শেয়ারের দাম বাড়ায় মাইক্রোসফটকে টপকালো অ্যামাজন

মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে ৭০২৫০ কোটি মার্কিন ডলারে, যেখানে মাইক্রোসফট-এর বাজার মূল্য ৬৯৯২০ ডলার, বলা হয়েছে সিএনবিসি’র প্রতিবেদনে। বর্তমানে বাজার মূল্যের দিক থেকে অ্যামজনের সামনে রয়েছে অ্যাপল ও অ্যালফাবেট। আর চতুর্থ অবস্থানে থাকা মাইক্রোসফট-এর পরে রয়েছে চীনা প্রতিষ্ঠান টেনসেন্ট। আর ষষ্ঠ অবস্থানে রয়েছে ফেইসবুক। বাজার মূল্যে শীর্ষ ছয় প্রতিষ্ঠানের ছয়টিই এসেছে প্রযুক্তি খাত থেকে। বুধবার অ্যামাজনের শেয়ার মূল্য ২.৬ শতাংশ বেড়ে ১৪৫১.০৫ মার্কিন ডলার হয়েছে। আর মাইক্রোসফটের শেয়ার মূল্য ১.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০.৮১ ডলারে। আগের বছর জুড়ে অ্যামাজনের শেয়ার মূল্য বেড়েছে ৭৩ শতাংশ। ফলে মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। আগের বছর মাইক্রোসফটের শেয়ার মূল্য বেড়েছে ৪১ শতাংশ। সেবার দিক থেকে ভিন্ন মাইক্রোসফট ও অ্যামাজন। ই-কমার্স বাজারে প্রাধান্য ধরে রেখেছে অ্যামাজন। আর ডেস্কটপ সফটওয়্যারে শীর্ষে রয়েছে মাইক্রোসফট। কিন্তু এবার ক্লাউড ব্যবসায় সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছে প্রতিষ্ঠান দু’টি।

‘সুরক্ষা’র নামে ডেটা হাতিয়ে নিচ্ছে ফেইসবুক

নিজেদের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক তারবিহীন-নেটওয়ার্কিং অ্যাপ এনেছে ফেইসবুক। কিন্তু নতুন অ্যাপটি যে তাদের মালিকানাধীন সে তথ্য শুরুতে জানায়নি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। এই অ্যাপটি সোশাল জায়ান্টটির জন্য তথ্য সংগ্রহ করে বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহারকারীদের পরিচয় গোপন আর অন্যান্য নিরাপত্তা ফিচার সুরক্ষিত রাখে। ব্যবহারকারীদের আরও নিরাপদ উপায়ে অনলাইন ব্রাউজ করার সুযোগ করে দেয় এটি। ‘ওনাভো প্রটেক্ট’ নামের এই অ্যাপটিও ব্যবহারকারীদের ভিপিএন সেবা দিয়ে থাকে। তবে, অ্যাপটি ব্যবহারকারীদের ডেটা পর্যবেক্ষণ করে ও তা ফেইসবুক আর অন্যান্যদের সঙ্গে শেয়ার করে। এই শেয়ার করা তথ্যের মধ্যে “ব্যবহারকারীর ডিভাইসে ইনস্টল করা অ্যাপ, ওই অ্যাপগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে, ডিভাইস থেকে কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করা হচ্ছে আর কী পরিমাণ ডেটা ব্যবহার করা হচ্ছে”- এই বিষয়গুলোও রয়েছে বলে অ্যাপটির প্রাইভেসি নীতিমালায় উল্লেখ করা হয়।  এর মাধ্যমে কোনো ব্যবহারকারী ফেইসবুকের কোনো সাইটে না থাকলেও, তিনি অনলাইনে কী করছেন তা জান...

এল জি নিয়ে স্মার্ট ফোনে যুক্ত হয়েছে এ আই

স্মার্ট ফোনই মোবাইল জগতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এখন । তবুও স্মার্ট ফোনকে আরো স্মার্ট করতে প্রযুক্তি কোম্পানীগুলোর চেষ্টার অন্ত নেই । অ্যাপল, এল জি, স্যামসাং সবাই চাচ্ছে ক্রেতাকে আকৃষ্ট করতে নতুন নতুন প্রযুক্তির সম্মিলন । এরই ধারাবাহিকতায় এল জি নিয়ে এসেছে এ আই ( আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ) সমৃদ্ধ এক ফোন । গত মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়াল্ড এ প্রথম উন্মুক্ত হয় এই প্রযুক্তি । ভি ৩০ ক্যামেরা দ্বারা এল জি ফোন বুঝতে পারছে ডগ ও হটডগের মধ্যেকার পার্থক্য । যা স্মার্ট ইমেজ ডিটেকশান নামে অভিহিত ।  ভিশন এ আই দ্বারা আরো উন্নত ও সাবলীল ছবি উপহার দেয়াই হবে এল জির টার্গেট । এভাবে এল জি তার গ্রাহককে এমনকি কোন পন্য তার জন্য সঠিক হবে, কি কেনা তার জন্য ভালো হবে এই সব এ্যাডভাইস ও দেবে ।

ভ্যালেন্টাইনস ডে তে আপনার পার্টনারকে স্মার্টব্যান্ড দিন

ভ্যালেন্টাইনস ডে সমাগত । আপনি ভাবছেন আপনার পার্টনারকে কি গিফট দিয়ে চমকে দেয়া যায় তাই তো ? যদি আপনার সঙ্গী, সঙ্গীনী প্রযুক্তি প্রেমি হয়ে থাকেন তো কথাই নেই । বাজারে এসেছে নানা রঙের ও রকমের ফিটনেস ব্রান্ড। অনেকে এই গিফ্ট দেয়াকে পার্টনারের প্রতি এক ধরণের অবজ্ঞা বলে ভাবেন হয়তো । যে আমি হয়তো মোটা, দেখতে বিশ্রী, বা রোগগ্রস্থ এ কারণে সে এই গিফট আমাকে করেছে । বিষয়টা মোটেও তা নয় । গিফট দেয়ার সময় আপনি তাকে আপনার ফিলিংস টা বুঝিয়ে বলুন । তাকে বলেন যে কতটা ভালোবাসেন আপনি তাকে এবং কি কারণে তার সুস্থতা আপনার কাছে এত বেশি জরুরী । সব বড় কোম্পানিই এখন এইসব পরিধেয় গেজেটের দিকে ছুটছে । এই ধরণের গিফট হতে পারে আপনার সঙ্গির জন্য এক বড় ধরনের চমক ।

পরিধেয় ডিভাইসের প্রয়োজনীয় বিদ্যুৎ আসবে ব্যবহারকারীর শরীর থেকেই

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অ্যাট বাফেলো, নিউ ইয়র্ক আর চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্স (সিএএস)-এর গবেষকরা একটি ধাতব ট্যাব বানিয়েছেন। এই ট্যাব মানবশরীরের সঙ্গে যুক্ত থাকবে। ব্যবহারকারীর আঙ্গুল ভাঁজ করা বা অন্যান্য নড়াচড়ায় এটি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।   এই ট্যাবটি হচ্ছে একটি ট্রাইবোইলেকট্রিক ন্যানোজেনারেটর। এটি যান্ত্রিক শক্তিকে ইলেকট্রনিক্যাল ডিভাইসগুলোর জন্য বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে পারে। ইউনিভার্সিটি অ্যাট বাফেলো’র সহযোগী অধ্যাপক ও গবেষণা প্রধান কিয়াওকিয়াং গ্যান বলেন, “মানবশরীর শক্তির একটি বড় উৎস। আমরা মনে করেছি- ‘কেন আমরা একে আমাদের নিজেদের শক্তি তৈরিতে ব্যবহার করব না?’” ন্যানো এনার্জি জার্নালে এই ট্যাবের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এই ট্যাবে সোনার দুটি পাতলা স্তর আছে। এই দুটি স্তরের মাঝে রাখা আছে পলিডাইমিথাইলজিলোক্স্যান। একে পিডিএমএস-ও বলা হয়, এটি হচ্ছে কনটাক্ট লেন্স বা অন্যান্য পণ্যে ব্যবহৃত সিলিকনভিত্তিক একটি পলিমার। একটি আঙ্গুল যদি ভাঁজ হয় তখন গতিটি সোনার স্তর আর পিডিএমএস-এর মধ্যে ঘর্ষণ তৈরি করে। আইওপি-এর পধ্যাপক ইয়...

স্ক্রিনশট নিলে তা জানাবে ইনস্টাগ্রাম

বর্তমানে এমন ফিচারের পরীক্ষা চালাচ্ছে ফেইসবুক মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের এই সাইট। যেসব গ্রাহক এই ফিচার পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদেরকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যে, পরবর্তীতে বন্ধুর স্টোরি’র স্ক্রিনশট নেওয়া হলে ওই বন্ধু তা দেখতে পারবেন, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে। পরীক্ষায় অংশগ্রহণকারী গ্রাহকরা স্টোরি দেখেছেন এমন বন্ধুর তালিকা থেকে কোন গ্রাহক স্ক্রিনশট নিয়েছেন তা দেখতে পারবেন। যারা স্ক্রিনশট নিয়েছেন তাদের নামের পাশে ক্যামেরা শাটার লোগো দেখানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে যে গ্রাহকের স্টোরির স্ক্রিনশট নেওয়া হয়েছে তাকে সরাসরি কোনো সতর্ক বার্তা দেওয়া হবে না। তিনি স্টোরি দেখেছেন এমন গ্রাহকের তালিকা থেকেই তা বের করতে পারবেন। সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে ‘স্টোরি’ ফিচারটির মাধ্যমে গ্রাহক তার ছবি শেয়ার করতে পারেন এবং ২৪ ঘন্টা পর তা নিজে থেকেই মুছে যায়। প্রথমবার এই ফিচারটি আনে স্ন্যাপচ্যাট। পরবর্তীতে ইনস্টাগ্রাম, ফেইসবুক, হোয়াটসঅ্যাপ-সহ অন্যান্য প্লাটফর্মেও এই ফিচারটি আনা হয়েছে।

আসছে ‘চাইল্ডপ্রুফ’ স্মার্টফোন!

এটি কোনো শিশু স্মার্টফোনের স্ক্রিন সোয়াইপ করতে গেলে তা জানিয়ে দেবে আর ব্যবহারকারী চান না শিশু ব্যবহার করুক এমন অ্যাপগুলো সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে- বলা হয়েছে এই গবেষণায়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা আর চীনের ঝেইজাং ইউনিভার্সিটি-এর গবেষকরা এই বয়স-শনাক্তকারী অ্যালগরিদম বানিয়েছেন। একটি সোয়াইপের ক্ষেত্রেই এই অ্যালগরিদমে সঠিক বয়স শনাক্তের হার ৮৪ শতাংশ আর আটটি সোয়াইপের পর হারটা ৯৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে এমআইটি টেকনোলজি রিভিউতে। গবেষকরা স্মার্টফোনের স্ক্রিন সোয়াইপের ক্ষেত্রে শিশু আর বড়দের মধ্যে পার্থক্য বের করতে সক্ষম হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস। তারা দেখেন, শিশুদের হাত আর আঙ্গুল ছাপ ছোট হওয়ায় তারা স্ক্রিনের অপেক্ষাকৃত ছোট জায়গায় স্পর্শ করে আর সোয়াইপগুলোও বড়দের তুলনায় ছোট হয়। এছাড়া স্ক্রিনে শিশুদের ধীরে সোয়াইপের প্রবণতা দেখা গেছে। সোয়াইপ করা থেকে ট্যাপ করতে যেতেও তাদের বেশি সময় লাগে। এই গবেষণায় গবেষকরা তিন বছর বয়সের কয়েকজন শিশু আর ২২ থেকে ৬০ বছর বয়সীদের কয়েকজনকে এ নিয়ে নতুন বানানো একটি অ্যান্ড্রয়েড অ্যাপে সংখ্যাভিত্তিক একটি গেইম খেলতে দেয়। গবেষণার ফলাফ...

আইবি এ সম্পর্কে কিছু তথ্য

আইবিএ কি?? . আইবিএ হলো ইন্সটিটিউট অফ বিজনেস এ্যাডমিন্সট্রেশন। বাংলাদেশের মানুষের কাছে যে কয়ঠি ড্রিগ্রি খুব বেশি সম্মানিত হয় তার একটি হলো আইবিএ থেকে এমবিএ।বাংলাদেশের যে কয়টি বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে এমবিএ ড্রিগ্রি দেওয়া তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় র আইবিএ সবার উপরে তা বলার অপেক্ষা রাখেনা।ঢাকা বিশ্ববিদ্যালয় র আইবিএ তে ভর্তি হতে পারা অনেকটা স্বপ্নের মত।বলা যেতে পারে আইবিএ তে পড়তে পারলে জব আপনার পিছনে ঘুরবে আপনি জবের পিছনে না। ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় র আইবিএ সম্মধে একটু আলোচনাঃ . ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ ইনস্টিটিউট যাত্রা শুরু করে ১৯৬৬ সালে।আইবিএ সংক্রান্ত দেশের সবচেয়ে প্রাচীন শিক্ষাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।পূর্বে বছরে একবার করে এমবিএ(মাস্টার্স অফ বিজনেস এ্যাডমিন্সট্রেশন) কোর্সে ভর্তি করানো হত।কিন্তু বর্তমানে দুবার করে নেওয়া হয়। দেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ ডিগ্রি নেওয়া সম্ভব,তার মধ্যে অন্যতম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।১৯৯২ সালে যাত্রা শুরু করে জাবি র আইবিএ।অপরদিকে দেশের দ্বিতীয় সর্ব্বোচ বিদ্যাপীঠ রাজশাহী বিশ...

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলই সবচেয়ে বড় ক্যাম্পাস নিয়ে গঠিত । এই ক্যাম্পাসগুলতে রয়েছে বিশাল জায়গা এবং একজন ছাত্রের জ্ঞানচর্চার নানা উপাদান । জেনে নিন আয়তনের দিক থেকে কোন বিশ্ববিদ্যালয় কত বড় । ১. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৭৫৪ একর) ২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১১৯৬ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় (৭৫৩ একর) ৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৬৯৭ একর) ৫. ঢাকা বিশ্ববিদ্যালয় (৬০০ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ৬. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩২০ একর) ৭. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (১৭৫ একর) ৮. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৬৩ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ৯. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৫২একর) ১০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৩০ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ১১. খুলনা বিশ্ববিদ্যালয় (১০৬ একর) ১২. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০১ একর) ১৩. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০১ একর)...

গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ২০ বিশ্ববিদ্যালয়ের নাম

বিশ্বের নাম্বার ১ সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। বিশ্বের কোটি কোটি লোকের এখন অনলাইনে তথ্য খোজার জন্যে প্রথম পছন্দ হচ্ছে গুগল। সম্প্রতি বিবিসি নিউজ এর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে পৃথিবী জুড়ে সবচেয়ে বেশিবার গুগলে খোজ করা হয় এরকম ২০ টি বিশ্ববিদ্যালয়ের নাম। চলুন জেনে নেওয়া যাক সেই বিশ্ববিদ্যালয়গুলোর নাম। প্রথমেই বলে রাখা ভালো এটা কিন্তু কোন র‍্যাঙ্কিং নয়। সব চেয়ে বেশিবার গুগলে খোজা হয় এই তালিকার একদম প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্রের ফিনিক্স বিশ্ববিদ্যালয় এর নাম। সেরা ২০ এ আছে ভারতের ও ৪ টি বিশ্ববিদ্যালয়। পূর্ণ তালিকা নিচে দেওয়া হলোঃ ১. ফিনিক্স বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র ২. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), যুক্তরাষ্ট্র ৩. ওপেন ইউনিভার্সিটি, যুক্তরাজ‌্য ৪. ইউনিভার্সিটি অব কালিকুট, ভারত ৫. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র ৬. আন্না ইউনিভার্সিটি, ভারত ৭. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র ৮. লন্ডন স্কুল অব ইকোনমিকস, যুক্তরাজ‌্য ৯. কলাম্বিয়া ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র ১০. নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র...

হরীতকীর ঔষধি ও পুষ্টি গুণ

চিরসবুজ বৃক্ষ হরীতকী: হরীতকী মধ্যম থেকে বৃহদাকার চিরসবুজ বৃক্ষ। ত্রিফলার অন্যতম ফল হচ্ছে হরীতকী। হরীতকী গাছকে ভেষজ চিকিৎসকরা মায়ের সঙ্গে তুলনা করে থাকেন। তারা বলেন, মানুষের কাছে এ বৃক্ষ মায়ের মতোই আপন। মানুষের শরীরে সংক্রামিত প্রায় সব রোগ-ব্যাধির ওষুধ হিসেবে হরীতকীর ব্যবহার রয়েছে। অর্শরোগে, রক্তার্শে, চোখের রোগ, পিত্তবেদনা, গলার স্বর বসে যাওয়া, হৃদরোগ, বদহজম, আমাশয়, জন্ডিস, ঋতুস্রাবের ব্যথা, জ্বর, কাশি, হাঁপানি, পেটফাঁপা, ঢেঁকুর ওঠা, বর্ধিত যকৃত ও প্লীহা, বাতরোগ, মহৃত্রনালীর অসুখ, ফুসফুস, শ্বাসনালীঘটিত রোগে হরীতকী ফলের গুঁড়া ব্যবহৃত হয়। এছাড়া ঘন ঘন পানির তৃষ্ণা কিংবা বমি বমিভাব কাটাতেও হরীতকী ব্যবহৃত হয়। ত্রিফলা অর্থাৎ আমলকী, বহেরা, হরীতকী_ এর প্রতিটির সমপরিমাণ গুঁড়ার শরবত কোলেস্টেরল অর্থাৎ প্রেসার বা রক্তচাপ কমানোর মহৌষধ। এক ওষুধ গবেষক দলের মতে, আধুনিক যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের তুলনায় ত্রিফলা কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে অনেক বেশি ফলপ্রসহৃ। তাদের মতে, দ্রব্যগুলোর দিক দিয়ে হরীতকীই সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় স্থানে আমলকী এবং তৃতীয় স্থানে বহেরা। ত্রিফলা শুধু কোলেস্টেরলই কমায় না বরং এতে প...

তুলসী গাছের ভেষজ গুনাবলী

তুলসী: তুলসী একটি ঔষধিগাছ। তুলসী অর্থ যার তুলনা নেই। সুগন্ধিযুক্ত, কটু তিক্তরস, রুচিকর। এটি সর্দি, কাশি, কৃমি ও বায়ুনাশক এবং মুত্রকর, হজমকারক ও এন্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। তবে বিশেষ করে কফের প্রাধান্যে যে সব রোগ সৃষ্টি হয় সে ক্ষেত্রে তুলসী বেশ ফলদায়ক। ঔষধিগুণ: শিশুদের সর্দি কাশির জন্য এটি একটি মহা ঔষধ হলেও যে কোন বয়সের মানুষই এ থেকে উপকার পেয়ে থাকে । শুধু পুজো-অর্চনাতেই লাগে না ৷ তুলসী পাতার অনেক গুণ রয়েছে ৷ * জ্বর হলে জলের মধ্যে তুলসী পাতা, গোল মরিচ এবং মিশ্রী মিশিয়ে ভাল করে সেদ্ধ করুন ৷ অথবা তিনটে দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করুন ৷ দিনের মধ্যে তিন-চার বার ঐ বড়িটা জলের সঙ্গে খান ৷ জ্বর খুব তাড়াতাড়ি সেরে যাবে। * কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান ৷ এতে উপকার পাবেন ৷ * পেট খারাপ হলে তুলসীর ১০ টা পাতা সামান্য জিরের সঙ্গে পিষে ৩-৪ বার খান ৷ পায়খানা একেবারে বন্ধ হয়ে যাবে, মানে পায়খানার ওই সমস্যাটা আর কি! * মুখের দুর্গন্ধ দূর করতে দিনে ৪-৫ বার তুলসী পাতা চেবান ৷ * ঘা যদি দ্রুত কমাতে চান তাহলে তুলসী পাতা এবং ফিটকিরি একসঙ্গে পিষে ঘা এর...

অর্জুন গাছের ভেষজ গুনাবলি জেনে নিন

ভেষজশাত্রে ঔষধি গাছ হিসাবে আর্জুনের ব্যবহার অগনিত।বলা হয়ে থাকে, বাড়িতে একটি অর্জুন গাছ থাকা আর এক জন ডাক্তার থাকা একই কথা।এর ঔষধি গুন মানবসমাজের দৃষ্টি আকর্ষন করেছে সুপ্রাচীন কাল থেকেই।শরীরের বল ফিরিয়ে আনা এবং রণাঙ্গনে মনকে উজ্জীবিত রাখতে অর্জুন ব্যবহারের উল্লেখ রয়েছে মহাভারত ও বেদ-সংহিতায়।তার পর যত দিন যাচ্ছে ততই অর্জুনের উপকারী দিক উদ্ভাবিত হচ্ছে।যাদের বুক ধড়ফড় করে অথচ উচ্চ রাক্তচাপ নাই, তাদের পক্ষে অর্জুন ছাল কাঁচা হলে ১০-১২ গ্রাম, শুকনা হলে ৫-৬ গ্রাম একটু ছেঁচে ২৫০ মিলি দুধ ও ৫০০ মি লি জল এর সাথে মিশিয়ে জ্বাল দিয়ে আনুমানিক ১২৫ মিলি থাকতে ছেঁকে বিকেলবেলা খেলে বুক ধড়ফড়ানি কমে যায়।তবে পেটে যাতে বায়ু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। * অর্জুন ছাল বেটে খেলে হৃৎপিন্ডের পেশি শক্তিশালী হয়, হৃৎপিন্ডের ক্ষমতা বাড়ে।এটি রক্তের কোলেষ্টরল কমায় এবং ফলত রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে। * বিচুর্ণ ফল মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং লিভারসিরোসিসের টনিক হিসাবে ব্যাবহৃত হয়। * অর্জুনের ছালে ট্যানিন রয়েছে, এ টানিন মুখ,জিহ্বা ও মাড়ীর প্রদাহের চিকিৎসায় ব্যাবহার হয়।এটি মাঢ়ীঢ় রক্তপাত...

তেলাকুচার ঔষধি গুনাবলী জেনে নিন

তেলাকুচা একপ্রকারের ভেষজ উদ্ভিদ। বাংলাদেশে স্থানীয়ভাবে একে ‘কুচিলা’, তেলা, তেলাকচু, তেলাহচি, তেলাচোরা কেলাকচু, তেলাকুচা বিম্বী ইত্যাদি নামে ডাকা হয়। অনেক অঞ্চলে এটি সবজি হিসেবে খাওয়া হয়। গাছটির ভেষজ ব্যবহারের জন্য এর পাতা, লতা, মূল ও ফল ব্যবহৃত হয়। এটি লতানো উদ্ভিদ। এটি গাঢ় সবুজ রঙের নরম পাতা ও কাণ্ডবিশিষ্ট একটি লতাজাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। লতার কাণ্ড থেকে আকশীর সাহায্যে অন্য গাছকে জড়িয়ে উপরে উঠে। পঞ্চভূজ আকারের পাতা গজায়, পাতা ও লতার রং সবুজ। এর ফল ও কচি ডগা খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেখানে। তেলাকুচায় প্রচুর বিটা-ক্যারোটিন আছে। ঔষধি গুণাগুণ: তেলাকুচা ফলে আছে ‘মাস্ট সেল স্টেবিলাইজিং’, ‘এনাফাইলেকটিক-রোধী’ এবং ‘এন্টিহিস্টামিন’ জাতীয় উপাদান। কবিরাজী চিকিৎসায় তেলাকুচা বেশ কিছু রোগে ব্যবহৃত হয়, যেমন- কুষ্ঠ, জ্বর, ডায়াবেটিস, শোথ (edema), হাঁপানি, ব্রংকাইটিস ও জন্ডিস। কালমেঘ: কালমেঘ একটি ভেষজ উদ্ভিদ। ১ সে.মি. লম্বা ফুলের রং গোলাপী। দেড় থেকে দু সে.মি. লম্বা ফল অনেকটা চিলগোজার মতন দেখতে।শিকড় ব্যতীত কালমেঘ গাছটির সব অংশই ঔষুধের কাজে লাগে। কালমেঘ অত্যন্ত তেতো এবং প...

বাসকের ঔষধি গুনাবলী জেনে নিন

বাংলার পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা জাতের উদ্ভিদ । এর মধ্যে ফলজ,বনজ,ঔষধি নানা জাতের গাছ রয়েছে । আমাদের চারপাশে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে। এর প্রায় সকলই মানুষের কল্যানে আল্লাহর সৃষ্টি। কিন্তু কোন উদ্ভিদে কি গুন তা আমরা সবাই জানি না। প্রত্যকটি ভেজষ উদ্ভিদেরই কিছু না কিছু ঔষধী গুন রয়েছে। বাংলাদেশে প্রায় পাঁচ হাজার উদ্ভিদ রয়েছে। এর মধ্যে রয়েছে সাড়ে পাঁচ শ ঔষধি উদ্ভিদ প্রজাতি বা ভেষজ। ঔষুধ শিল্পের কাঁচামাল হিসেবে ভেষজ উদ্ভিদের চাহিদা সারা বিশ্বের মতো আমাদের দেশে ক্রমেই বেড়ে চলেছে। ইউনানি, আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি ওষুধ উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহারের পাশাপাশি বিউটি পার্লার ও প্রসাধনীতে এখন প্রচুর ভেষজ উপাদান ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে স্বল্পসময়ে কম জমিতে অধিক হারে উৎপাদন করে অধিক মুনাফা অর্জন করা সম্ভব_এমন ঔষধি রয়েছে ২৫টির মতো। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে_পুদিনা, ঘৃতকুমারী, থানকুনি, অর্জুন, আমলকী, হরীতকী, কালমেঘ, নিম, বহেড়া, কালিজিরা, বসাক, উলটকমল, অশ্বগন্ধা, সর্পগন্ধা, তুলসী, মেথি, সোনাপাতা, যষ্টিমধু, বাবলা, শতমূলী, ইসবগুল, আদা, রসুন, হলুদ, পিঁয়াজ ইত্যাদি। বাসক: বাসক একটি ভ...

২০১৭ সালে সবচেয়ে বেশি খোঁজা ৮ স্মার্টফোন সম্পর্কে জেনে নিন

২০১৭ সালে অনেক নতুন স্মার্টফোন বাজারে এসেছে। তবে কিছু স্মার্টফোন ঘিরে মানুষের ব্যাপক কৌতূহল ছিল। গুগলে বৈশ্বিক সার্চ ট্রেন্ড বলছে, এ বছর গ্রাহক প্রযুক্তি বিভাগের ১০টি পণ্যের মধ্যে ৮টিই নতুন স্মার্টফোন। সম্প্রতি গুগল তাদের সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে। গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে প্রকাশিত ‘কনজ্যুমার টেক’ বিভাগে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী, এ বছর মানুষ বেশি খুঁজেছে আইফোন ৮, আইফোন এক্স, স্যামসাং গ্যালাক্সি এস৮, নকিয়া ৩৩১০, রেজার ফোন, অপো এফ৫, ওয়ানপ্লাস ৫ ও নকিয়া ৬। অর্থাৎ, বিশ্বজুড়ে এ ফোনগুলো ছিল মানুষের আগ্রহের শীর্ষে। জেনে নিন ফোনগুলো সম্পর্কে: আইফোন ৮ ২০১৭ সালে বিশ্বজুড়ে গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজা পণ্যটির নাম আইফোন ৮। বছরের প্রথমার্ধজুড়ে আইফোন ৮ ঘিরে গুঞ্জন ছিল। ১২ সেপ্টেম্বর আইফোন ৮ ও ৮ প্লাস উন্মুক্ত করে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। নতুন আইফোনে ব্যবহার করা হয়েছে এ১১ বায়োনিক প্রসেসর। অ্যাপল একে বলছে, সবচেয়ে শক্তিশালী ও উন্নত চিপ, যা আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুতগতির। ৬ কোর সিপিইউ ও ৩০ শতাংশ উন্নত গ্রাফিকস পাওয়া যাবে এতে। আইফোন ...

Some Beautiful Alia bhat picutes

Are you a big fan of Alia Bhat. Bollywood superstar has exclusive beauty and she has already proved herself as a great actress. Because of her innocent look and powerful acting capability she is one of the top actress. Here you can find some of her fine pics.

ফেসবুক বনাম গুগল

ইন্টারনেট মোটা দাগে ২ ভাগে বিভক্ত হয়ে পড়েছে । এক ফেসবুক দুই বাকি দুনিয়া, যার ঠিকানা গুগল । সমস্যা হলো এরা দু’ই জায়ান্ট, ফেসবুক ও গুগল একে অপরের রাইভাল হওয়াতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না । গুগল ফেসবুকের কিছুই ইনডেক্স করে না বা ফেসবুক তা করতে দেয় না । ফেসবুকের বাড় বাড়ন্ত বেশি হয়েছে স্মার্টফোন জামানায়। গুগল ইন্টারনেটের বিস্তৃতিতে সহায়তা করে । সে নতুন, পুরনো নানা ধরনের যত সাইট আছে তাদের ইনডেক্স করে । ছড়িয়ে পড়তে সহায়তা করে সারা দুনিয়ার ইন্টারনেট জগতে । কিন্তু ফেসবুকের সব চেষ্টাই থাকে তার গ্রাহককে ফেসবুকের মধ্যেই আটকে রাখার প্রবনতায় । কিছু লোকজনতো ইদানিং ইন্টারনেট বলতে ফেসবুক আর ম্যাসেঞ্জার বুঝে । তাদের কাছে বাকি ইন্টারনেট বা ওয়েব দুনিয়ার কোন অস্তিত্ব তেমন একটা নেই । যেহেতু ফেসবুক সামাজিক মাধ্যম সেহেতু ফেসবুক পারস্পরিক যোগাযোগকে প্রাধান্য দেয় । কিন্তু এক্ষেত্রে একক যোগাযোগের চেয়ে গ্রুপভিত্তিক যোগাযোগ নিউজ ফিডে জায়গা নেয় বেশি । সামাজিক সংগঠনগুল যেমন ব্যক্তির চেয়ে শক্তিশালী তেমনি গ্রুপগুলও ফেসবুকে ব্যক্তি যোগাযোগের চেয়ে শক্তিশালী । আবার গ্রুপগুলোর সমস্যা হলো যে কেউ তার বন্ধু বান...

বাংলা টাইপিং এ যুক্তাক্ষর

বিজয় বাংলা টাইপ করার অতি পরিচিত সফটওয়্যার । আমরা যারা বাংলা টাইপ করি বা বাংলায় লেখালেখি করি তাদের অনেকেরই যুক্তাক্ষর জনিত সমস্যা হয় । এই সমস্যা মুক্ত হবার জন্য যুক্তাক্ষরগুলোর টাইপিং প্রনালী দেয়া হলো । বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে। ১. ক্ষ = ক+ষ ২. ষ্ণ = ষ+ণ ৩. জ্ঞ = জ+ঞ ৪. ঞ্জ = ঞ+জ ৫. হ্ম = হ+ম ৬. ঞ্চ = ঞ+চ ৭. ঙ্গ = ঙ+গ ৮. ঙ্ক = ঙ+ক ৯. ট্ট = ট + ট ১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম ১১. হ্ন = হ + ন ১২. হ্ণ = হ + ণ ১৩. ব্ধ = ব + ধ ১৪. ক্র = ক + ্র (র-ফলা) ১৫. গ্ধ = গ + ধ ১৬. ত্র = ত + ্র (র-ফলা) ১৭. ক্ত = ক + ত ১৮. ক্স = ক + স ১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান, উত্থাপন) ২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর, সত্তর) ২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য) নিচের যুক্তবর্ণের তালিকাটি বাংলা সঠিকভাবে ল িখতে সহায়ক হতে পারে। এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়। ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/ বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত...

সকালের কবিতা

ফুটলো যখন সকাল বেলা হালকা নরম আলো সদ্য ফোঁটা শিশির ভেজা জুঁই, চামেলী তোল .. ..কল্লোল

Happy Birthday Facebook

Happy Birthday # facebook still A long way to go yet, you brought so many happiness, joy and lovely moments so far and so so .. i appreciate the moments you made for me, The smile and emo's you carry. wish some day you may bring the whole world together, with in a single territory .

ফটোশপের কিছু গুরুত্বপূর্ণ কি-বোর্ড শর্টকাট

আমরা যখন ফটোশপে কাজ করি তখন মাউস দিয়ে অনেক কমান্ড দিতে হয়। কিন্তু ফটোশপে অনেক কমান্ড-ই কি-বোর্ড এর সাহায্য দেয়া যায়। এতে করে আপনার মূল্যবান সময় অনেকটা বাঁচবে। তাই আজ কিছু কি-বোর্ড কমান্ড আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকেই হয়তো এগুলো জেনে থাকবেন, কিন্তু যারা না জানেন তাদের জন্য এই প্রচেষ্টা। কি-বোর্ড শর্ট-কাট Path / Direct Selection Tool .................................... A Brush / Pencil / Color Replacement Tool...................... B Crop Tool......................................................... C Default Colors................................................... D Eraser Tool ..................................................... E Cycle Screen Modes............................................ F Gradient / Paint Bucket Tool................................... G Hand Tool ........................................................ H Eyedropper / Sampler / Measure Tool.......................