ভ্যালেন্টাইনস ডে সমাগত । আপনি ভাবছেন আপনার পার্টনারকে কি গিফট দিয়ে চমকে দেয়া যায় তাই তো ? যদি আপনার সঙ্গী, সঙ্গীনী প্রযুক্তি প্রেমি হয়ে থাকেন তো কথাই নেই । বাজারে এসেছে নানা রঙের ও রকমের ফিটনেস ব্রান্ড।
অনেকে এই গিফ্ট দেয়াকে পার্টনারের প্রতি এক ধরণের অবজ্ঞা বলে ভাবেন হয়তো । যে আমি হয়তো মোটা, দেখতে বিশ্রী, বা রোগগ্রস্থ এ কারণে সে এই গিফট আমাকে করেছে । বিষয়টা মোটেও তা নয় । গিফট দেয়ার সময় আপনি তাকে আপনার ফিলিংস টা বুঝিয়ে বলুন । তাকে বলেন যে কতটা ভালোবাসেন আপনি তাকে এবং কি কারণে তার সুস্থতা আপনার কাছে এত বেশি জরুরী । সব বড় কোম্পানিই এখন এইসব পরিধেয় গেজেটের দিকে ছুটছে । এই ধরণের গিফট হতে পারে আপনার সঙ্গির জন্য এক বড় ধরনের চমক ।
অনেকে এই গিফ্ট দেয়াকে পার্টনারের প্রতি এক ধরণের অবজ্ঞা বলে ভাবেন হয়তো । যে আমি হয়তো মোটা, দেখতে বিশ্রী, বা রোগগ্রস্থ এ কারণে সে এই গিফট আমাকে করেছে । বিষয়টা মোটেও তা নয় । গিফট দেয়ার সময় আপনি তাকে আপনার ফিলিংস টা বুঝিয়ে বলুন । তাকে বলেন যে কতটা ভালোবাসেন আপনি তাকে এবং কি কারণে তার সুস্থতা আপনার কাছে এত বেশি জরুরী । সব বড় কোম্পানিই এখন এইসব পরিধেয় গেজেটের দিকে ছুটছে । এই ধরণের গিফট হতে পারে আপনার সঙ্গির জন্য এক বড় ধরনের চমক ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন