সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সুপারস্টার শ্রীদেবীর মৃত্যু রহস্য ঘনিভূত

অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর হঠাৎ মৃত্যুতে শোকগ্রস্থ সারা পৃথিবীর হিন্দি সিনেমার দর্শকরা । সেই সাথে যুক্ত হচ্ছে নানান সন্দেহ আর প্রশ্ন। ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী এখনো অভিনয় জগতে ছিলেন সক্রিয়।
দুবাইয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ছোট মেয়ে খুশি ও বনি কাপুরকে নিয়ে শ্রীদেবী গিয়েছিলেন দুবাইয়ে। সেখানে জুমেইরাহ এমিরেটস টাওয়ার হোটেলে ছিলেন তারা।

বিয়েবাড়ি শেষ হয়ে যাওয়ার পর ২১ ফেব্রুয়ারি মুম্বাই ফিরে আসেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও তার ছোট মেয়ে খুশি। এরপর টানা দু’দিন হোটেলের ঘর থেকে বেরোননি এই অভিনেত্রী ।

শনিবার সন্ধ্যায় স্ত্রীকে সারপ্রাইজ দিতে আবার দুবাই যান বনি । বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হোটেলে পৌঁছে স্ত্রীকে ঘুম থেকে তোলেন। ১৫ মিনিট দুজনের মধ্যে কথা হয় । এরপর রাত্রের খাবার খাওয়ার জন্য বনি স্ত্রীকে অনুরোধ করলে ফ্রেশ হবার জন্য বাথরুমে ঢোকেন শ্রীদেবী ।

কিন্তু, অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বেরোচ্ছেন না দেখে বনি বারবার দরজা ধাক্কা দেন, সাড়া না পেয়ে বাথরুমের দরজা ভেঙে অজ্ঞান অবস্থায় স্ত্রীকে বাথটাব থেকে তুলে আনেন ।


এরপর বনি তার এক বন্ধুকে ফোন করে ডাকেন । শ্রীদেবীকে নিয়ে যাওয়া হয় রশিদ হাসপাতালে । সেখানকার চিকিৎসকেরা জানান, অনেক আগেই মৃত্যু হয়েছে শ্রীদেবীর। রাত্রি ৯টা নাগাদ পুলিশ ডাকা হয় ।

দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমসের দাবি, ময়নাতদন্তে শ্রীদেবীর রক্তে অ্যালকোহল পাওয়া গেছে ।

এরপর থেকেই এই মৃত্যুকে ঘিরে নানান প্রশ্ন উঠে আসতে শুরু করে । ভারতের সমাজবাদী পার্টির নেতা অমর সিং দাবি করেছেন শ্রীদেবী মদ্যপান করতেন না।

অনুষ্ঠান ইত্যাদিতে ওয়াইন খেতেন। তার এই দাবিতে রহস্য আরও বেড়েছে। তাহলে কি অভিনেত্রীকে কেউ জোর করে মদ্যপান করিয়েছিলেন?

প্রশ্ন উঠছে, স্বামী-মেয়ে ফিরে আসার পরও দুদিন দুবাইয়ের হোটেলে কেন ছিলেন এই অভিনেত্রী?

হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় শ্রীদেবীর। কিন্তু পুলিশে খবর দেওয়া হয় রাত নয়টায়। এত পরে কেন মৃত্যুর খবর পুলিশকে জানাল?

তদন্ত এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে দুবাই পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বনি কাপুরকে।

ঘটনাস্থল এবং তার আশেপাশের সবকিছু খতিয়ে দেখছে পুলিশ । হোটেলের ২২০১ নম্বর ঘর, যেখানে শ্রীদেবীর মৃত্যু হয়েছে সেই ঘরটির বাইরের সমস্ত সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। বয়ান নেওয়া হচ্ছে হোটেল কর্মচারীদেরও।
ইতিমধ্যে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দুবাইয়ের পাবলিক প্রসিকিউশনের উপর। শ্রীদেবীর মৃত্যুর কারণ নিশ্চিত করেই মরদেহ তুলে দিতে চায় দুবাই প্রশাসন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলই সবচেয়ে বড় ক্যাম্পাস নিয়ে গঠিত । এই ক্যাম্পাসগুলতে রয়েছে বিশাল জায়গা এবং একজন ছাত্রের জ্ঞানচর্চার নানা উপাদান । জেনে নিন আয়তনের দিক থেকে কোন বিশ্ববিদ্যালয় কত বড় । ১. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৭৫৪ একর) ২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১১৯৬ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় (৭৫৩ একর) ৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৬৯৭ একর) ৫. ঢাকা বিশ্ববিদ্যালয় (৬০০ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ৬. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩২০ একর) ৭. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (১৭৫ একর) ৮. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৬৩ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ৯. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৫২একর) ১০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৩০ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ১১. খুলনা বিশ্ববিদ্যালয় (১০৬ একর) ১২. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০১ একর) ১৩. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০১ একর)...

বাংলা টাইপিং এ যুক্তাক্ষর

বিজয় বাংলা টাইপ করার অতি পরিচিত সফটওয়্যার । আমরা যারা বাংলা টাইপ করি বা বাংলায় লেখালেখি করি তাদের অনেকেরই যুক্তাক্ষর জনিত সমস্যা হয় । এই সমস্যা মুক্ত হবার জন্য যুক্তাক্ষরগুলোর টাইপিং প্রনালী দেয়া হলো । বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে। ১. ক্ষ = ক+ষ ২. ষ্ণ = ষ+ণ ৩. জ্ঞ = জ+ঞ ৪. ঞ্জ = ঞ+জ ৫. হ্ম = হ+ম ৬. ঞ্চ = ঞ+চ ৭. ঙ্গ = ঙ+গ ৮. ঙ্ক = ঙ+ক ৯. ট্ট = ট + ট ১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম ১১. হ্ন = হ + ন ১২. হ্ণ = হ + ণ ১৩. ব্ধ = ব + ধ ১৪. ক্র = ক + ্র (র-ফলা) ১৫. গ্ধ = গ + ধ ১৬. ত্র = ত + ্র (র-ফলা) ১৭. ক্ত = ক + ত ১৮. ক্স = ক + স ১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান, উত্থাপন) ২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর, সত্তর) ২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য) নিচের যুক্তবর্ণের তালিকাটি বাংলা সঠিকভাবে ল িখতে সহায়ক হতে পারে। এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়। ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/ বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত...

আইবি এ সম্পর্কে কিছু তথ্য

আইবিএ কি?? . আইবিএ হলো ইন্সটিটিউট অফ বিজনেস এ্যাডমিন্সট্রেশন। বাংলাদেশের মানুষের কাছে যে কয়ঠি ড্রিগ্রি খুব বেশি সম্মানিত হয় তার একটি হলো আইবিএ থেকে এমবিএ।বাংলাদেশের যে কয়টি বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে এমবিএ ড্রিগ্রি দেওয়া তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় র আইবিএ সবার উপরে তা বলার অপেক্ষা রাখেনা।ঢাকা বিশ্ববিদ্যালয় র আইবিএ তে ভর্তি হতে পারা অনেকটা স্বপ্নের মত।বলা যেতে পারে আইবিএ তে পড়তে পারলে জব আপনার পিছনে ঘুরবে আপনি জবের পিছনে না। ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় র আইবিএ সম্মধে একটু আলোচনাঃ . ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ ইনস্টিটিউট যাত্রা শুরু করে ১৯৬৬ সালে।আইবিএ সংক্রান্ত দেশের সবচেয়ে প্রাচীন শিক্ষাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।পূর্বে বছরে একবার করে এমবিএ(মাস্টার্স অফ বিজনেস এ্যাডমিন্সট্রেশন) কোর্সে ভর্তি করানো হত।কিন্তু বর্তমানে দুবার করে নেওয়া হয়। দেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ ডিগ্রি নেওয়া সম্ভব,তার মধ্যে অন্যতম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।১৯৯২ সালে যাত্রা শুরু করে জাবি র আইবিএ।অপরদিকে দেশের দ্বিতীয় সর্ব্বোচ বিদ্যাপীঠ রাজশাহী বিশ...