ইন্টারনেট মোটা দাগে ২ ভাগে বিভক্ত হয়ে পড়েছে । এক ফেসবুক দুই বাকি দুনিয়া, যার ঠিকানা গুগল । সমস্যা হলো এরা দু’ই জায়ান্ট, ফেসবুক ও গুগল একে অপরের রাইভাল হওয়াতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না । গুগল ফেসবুকের কিছুই ইনডেক্স করে না বা ফেসবুক তা করতে দেয় না । ফেসবুকের বাড় বাড়ন্ত বেশি হয়েছে স্মার্টফোন জামানায়।
গুগল ইন্টারনেটের বিস্তৃতিতে সহায়তা করে । সে নতুন, পুরনো নানা ধরনের যত সাইট আছে তাদের ইনডেক্স করে । ছড়িয়ে পড়তে সহায়তা করে সারা দুনিয়ার ইন্টারনেট জগতে । কিন্তু ফেসবুকের সব চেষ্টাই থাকে তার গ্রাহককে ফেসবুকের মধ্যেই আটকে রাখার প্রবনতায় ।
কিছু লোকজনতো ইদানিং ইন্টারনেট বলতে ফেসবুক আর ম্যাসেঞ্জার বুঝে । তাদের কাছে বাকি ইন্টারনেট বা ওয়েব দুনিয়ার কোন অস্তিত্ব তেমন একটা নেই ।
যেহেতু ফেসবুক সামাজিক মাধ্যম সেহেতু ফেসবুক পারস্পরিক যোগাযোগকে প্রাধান্য দেয় । কিন্তু এক্ষেত্রে একক যোগাযোগের চেয়ে গ্রুপভিত্তিক যোগাযোগ নিউজ ফিডে জায়গা নেয় বেশি । সামাজিক সংগঠনগুল যেমন ব্যক্তির চেয়ে শক্তিশালী তেমনি গ্রুপগুলও ফেসবুকে ব্যক্তি যোগাযোগের চেয়ে শক্তিশালী । আবার গ্রুপগুলোর সমস্যা হলো যে কেউ তার বন্ধু বান্ধবকে তার পারমিশান ব্যতিরেকে যে কোন গ্রুপে এ্যাড করতে পারে । এই এ্যাড করার ফলে যা ঘটে, সেই গ্রপের নিউজ, গ্রুপের অজাচিত লোকজনের নিউজ আপনার/আমার নিউজ ফিডের জায়গা দখল নেয় । আর ফেসবুকের গ্রুপের এই শক্তিশালী অবস্থানের সুযোগই সুযোগসন্ধানীরা নেয় । গ্রুপগুলতে ঘাপটি মেরে থেকে সূক্ষভাবে নিজেদের নানা মতবাদ, অমুক তমুক প্রচার চালিয়ে যায় ।
#ফেসবুক #গুগল #গ্রুপ #সামাজিকমাধ্যম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন