সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শাকিব-শুভশ্রীর নতুন ছবি ‘চালবাজ’ এর ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে।

’নবাব’ জুটি আবারো ফিরে আসছে বড়পর্দায়। ‘চালবাজ’ ছবিতে দেখা যাবে তাদের। যেখানে চালবাজ হিসেবে অভিনয় করেছে শাকিব খান। আর তার বিপরীতে অভিনয় করেছে শুভশ্রী গাঙ্গুলি। রবিবার ছবিটির ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে এসকে মুভিজের সামাজিক পেইজে। ’চালবাজ’ ছবির ট্রেইলার জুড়ে দেখানো হয়েছে চালবাজ শাকিবের চালবাজি। রোমান্টিক মুডের পাশাপাশি কমেডি ও অ্যাকশানকেও প্রাধাণ্য দেওয়া হয়েছে ট্রেইলারটিতে। শ্রুতিমধূর গানের কলির পাশাপাশি কিছুটা বিরহ দেখানো হলেও, বিরহ দৃশ্যের সাথে সুর কিংবা শব্দ না দেওয়া অনেকের তা এড়িয়ে যাবে। তবে যারা বড়পর্দায় রোম-কম ছবি দেখতে ভালবাসে, তাদের জন্য বলতে গেলে রসে ভরা ’রসগোল্লা’ই অপেক্ষা করছে। ’চালবাজ’ বৈশাখেই মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছে জয়দেব মুখার্জী।

আসছে সবচেয়ে বড় বাজেটের নাচের ছবি

 বলিউড উপহার দিয়েছে ‘এবিসিডি’ ও ‘এবিসিডি ২’ নামের দুইটি সুপারহিট নাচের ছবি। বিশেষ করে ‘এবিসিডি ২’ ছবিতে বরুণ ধাওয়ানের অভিনয়ের কারণে ছবিটি বক্সঅফিসে শতকোটি আয় করা ছবি হিসেবে রেকর্ড করেছিল। দুটো ছবিই পরিচালনা করেছে রেমো ডি সুজা। এবং দুটো ছবিতেই অভিনয় করেছিল ভারতের বিখ্যাত ড্যান্সগুরু প্রভুদেবা। এবার বলিউডে নির্মিত হতে যাচ্ছে ভারতের সবচেয়ে বড় নাচের ছবি। সম্প্রতি টি-সিরিজের সিএমডি ভূষণ কুমার সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে যে তাদের ব্যানারে ভারতের সবচেয়ে বড় নাচের ছবি নির্মাণ হওয়ার বিষয়টি। এ বিষয়ে একটি ভিডিও ছাড়া হয়েছে, যেখানে ছবিতে কে কে অভিনয় করবে তা তুলে ধরা হয়েছে। বিগ বাজেটের নাচের এ ছবিটিতে অভিনয় করছে বরুণ ধাওয়ান। তার বিপরীতে থাকছে ক্যাটরিনা কাইফ। সেই সাথে ছবিটি পরিচালনাও করছে র‌্যামো ডি সুজা। ছবিটিতে আরো অভিনয় করছে প্রভু দেবা, ধর্মেশ, রাঘব, পুনিত পাঠক। উল্লেখ্য যে ‘এবিসিডি’ সিরিজের প্রায় প্রধান অভিনেতাগুলো এ ছবিতে অভিনয় করলে ছবিটির নাম হিসেবে এখনো ‘এবিসিডি ৩’ ঘোষণা করা হয় নি। নাচের এ ছবিটি প্রযোজনা করছে ভূষণ কুমার। এ ছবিতে বরুণ-ক্যাটরিনা প্রথম বারের মত কোন ছবিতে অভিনয় করছে। ছবিটির...

হৃত্বিক রোশানের আপকামিং মুভি; নতুন ছবির খবর!

হৃত্বিক রোশান বলিউডের অন্যতম সেরা ও সফল নায়ক। আমাদের অত্যন্ত প্রিয় এ নায়ক শুধু ভারত বা আশেপাশেই নয় সারা পৃথিবীতেই তার জনপ্রিয়তা ঈর্ষনীয়। এই কারণে ভক্তরা তার নতুন মুভির জন্য মুখিয়ে রয়েছেন। ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় এই সুপারস্টারের। হৃত্বিক রোশানই বলিউডের একমাত্র সুপারস্টার যার অভিষেক ছবি ’কাহো না পেয়ার হ্যায়’ বল্কবাস্টার হওয়ার পাশাপাশি ২০০০ সালের সর্বোচ্চ আয়ের ছবিতে পরিণত হয়। হৃত্বিক রোশান প্রথম ছবিতেই সুপারস্টার হওয়ার সমস্থ যোগ্যতা প্রদর্শন করে। ফলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি। এ তারকার উল্লেখযোগ্য ছবি গুলো হল ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘কোয়ি মিল গেয়া’, ‘কৃষ’, ‘ধুম ২’, ‘কৃষ ৩’, ’ব্যাং ব্যাং’। বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক চার্জ করা এ তারকা ‘মহেঞ্জো ধারো’ ছবিতে ৫০ কোটি পারিশ্রমিক নিয়েছেন। হৃত্বিক রোশানের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘কাবিল’। চলতি বছর জানুয়ারিতে ছবিটি মুক্তি পাই। ‘কাবিল’ সমালোচকদের মন জয় করার পাশাপাশি বক্সঅফিসেও সফল হয়।  বর্তমানে হৃত্বিক রোশানের হাতে ৪টি নতুন ছবি আছে। যার মধ্যে ’সুপার ৩০’ নামের একটির কাজ শীঘ্রই শুরু হবে।  ...

বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই

পদার্থবিদ ও বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই। ৭৬ বছর বয়সে লন্ডনে মারা গেছেন। হকিংয়ের মৃত্যুর খবরটি তার সন্তানরা নিশ্চিত করেছেন। খবর বিবিসি। প্রথম জীবনে সতীর্থ রজার পেনরাজের সঙ্গে মিলে সাধারণ আপেক্ষিকতায় সিংগুলারিটি সংক্রান্ত তত্ত্ব। হকিং প্রথম অনিশ্চয়তার তত্ত্ব ব্ল্যাক হোল-এর ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখান যে ব্ল্যাক হোল থেকে বিকিরিত হচ্ছে কণা প্রবাহ। এই বিকরণ এখন হকিং বিকিরণ নামে (অথবা কখনো কখনো বেকেনস্টাইন-হকিং বিকিরণ) অভিহিত। স্টিভেন উইলিয়াম হকিংয়ের জন্ম জানুয়ারি ৮, ১৯৪২। বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব। তাকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়। হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক হিসেবে ১ অক্টোবর, ২০০৯ তারিখে অবসর নেন।

Computer কেন এবং কিভাবে Hang হয়?

   কম্পিউটার বা ল্যাপটপ আজকের দিনে আমাদের নিত্যসঙ্গী। প্রয়োজনীয় অফিসিয়াল নানা ধরণের কাজ করতে কম্পিউটার দরকার। এই পিসি বা ল্যাপটপ যদি ঠিকমতো কাজ না করে তাহলে খুব মুশকিল। কারণ এতে করে সব কাজই আটকে যায়। প্রায়ই কম্পিউটার হ্যাং করে বা করতে পারে। তার জন্য সঠিক ভাবে জেনে রাখা ভাল কারণগুলো-  কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় স্পীড কম হলে ।     কম্পিউটার র‌্যামের তুলনায় বেশী পরিমাণ কাজ করলে।আপনার কম্পিউটার র‌্যাম এর পরিমাণ কম কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে তো হবেই।     কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন এবং প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে, বার বার একই সমস্যা হতে পারে     যদি বার বার হ্যাং হয় তাহলে Cooling Fan টা check করেন এটা স্পীডে গুরছে কিনা।     hard diskএ Bad sector থাকলে বা অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলে।     অপারেটং সিস্টেমে ত্রুটি থাকলে মানে…কোনো সিস্টেম ফাইল file delete হয়ে যাওয়াকে বুঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে।     কম্পিউটার ভাইর...

এবার উবার আনছে উবার হেলথ সার্ভিস

উবার সারা পৃথিবীতেই জনপ্রিয় হয়ে উঠেছে। সেই সুবাদে বাংলাদেশেও বিশেষ করে রাজধানীতে তার আধিপত্য বাড়ছে। এবার উবার তার অ্যাপ সার্ভিসে যুক্ত করতে যাচ্ছে হেলথ কেয়ার এর সুবিধা। রোগীরা যাতে ঠিকমতো ডাক্তারের অ্যাপয়েনমেন্ট ধরতে পারে এবং নির্দিষ্ট সময়ে ডাক্তারের কাছে পৌছাতে সহায়তা করবে। বিশেষকরে সিনিয়র সিটিজেন/বয়স্করা যাতে ডাক্তারের কাছে সহজে ও সচরাচর পৌছাতে পারে, সেই চিন্তা থেকেই উবার হেলথের আগমন। নতুন উবার অ্যাপে পেশেন্ট এবং তার সহায়তাকারীর জন্য ফ্লেক্সিবল সিডউল টাইম এর ব্যবস্থা করা হচ্ছে।

প্রিয়তমার প্রতি ( কবিতা)

এখন আমি অনেক অনেক সুখী আজকে ছিল সে অনেক খুশি , তার ওই চাঁদমাখা হাসি মুখ দেখলে আমার লাগে বড় সুখ। এই ভাবে যদি প্রতিটা দিন হতো, আমরা দু’জন সুখি হতাম কততো..                                                 পারলে তুমি আরেকটু কাজ করো..                                                 বাবা মাকে একটু রাজি করো..                                     ...

গবেষণা বলছে মানুষ মূলত ভালো!

মানুষ মূলত ভালো, খারাপ মানুষের চেয়ে ভালো মানুষের সংখ্যাই বেশি এমন কথা অহরহ আমরা বলে যাই। তবে তা বরাবরই ধারণাভিত্তিক। এবার খোদ গবেষণা দিয়েই তা প্রমাণ করে দিলেন মনোবিজ্ঞানীরা। তাদের গবেষণালব্দ জ্ঞান বলছে অধিকাংশ মানুষই আসলে নিজের জন্য ভালো কাজটি বেছে নেয়। মানুষের মস্তিষ্ক মন্দ পথে অর্থ উপার্জনের চেয়ে ভালো পথের আয়ে বেশি সায় দেয়। গবেষণাটি করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন। এর বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন পথে অর্থ আয়ে মস্তিষ্ক কিভাবে সাড়া দেয়, সেটাই গবেষণা করে বের করেছেন। গবেষণার মূল লেখক ড. মলি ক্রোকেট এ নিয়ে বললেন, আমরা যখন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে থাকি তখন আমাদের মস্তিষ্ক দ্রুত তার ভিন্ন ভিন্ন দিকগুলোর ভালোমন্দ বিচার করে নেয়। মস্তিষ্কের নানা অংশের মধ্যে একটা হিসাব-নিকাশের চালাচালিও চলে। দেখা গেছে এই নেটওয়ার্কে মন্দের প্রতি সাড়া কম। আর অধিকাংশ মস্তিষ্কই বার্তা দিতে থাকে অন্যের ক্ষতি করে কোনও আয়ে তার আগ্রহ নেই। ‘আমাদের গবেষণা বলছে, অধিকাংশ মানুষের কাছে অর্থ বড় কোনও বিষয় নয়,’ বলেন ক্রোকেট। গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের বলা হলো তারা ইলেক্ট্রিক শক দেবেন কিংবা নেবেন। আরেক...

স্যামসাং নিয়ে আসছে এ আই সহ কিউ,এল,ই,ডি টিভি

টেলিভিশন জগতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে স্যামসাং । এই টিভিতে থাকবে এ আই সহ কিউ,এল,ই,ডি ডিসপ্লে। আমেরিকান স্টক এক্সচেঞ্জে এর প্রথম পর্দা উঠবে যা দর্শকদের সামনে প্রদর্শীত হবে।QLED মানে হলো Quantum dot Light Emitting Diode । অপরদিকে স্যামসাং এর এ আই বিক্স বি তে আপনি আপনার ভয়েসের মাধ্যমেই টিভির অনেককিছু নিয়ন্ত্রন করতে পারবেন । যেসব কন্টেন্ট আপনি ভালো বাসেন এবং দেখতে পছন্দ করেন এই আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স আপনাকে তা খুঁজে বের করতে এবং দেখতে সহায়তা করবে । ইন্টারনেটের অপার সম্ভাবনার দুয়ার রইবে আপনার জন্য উন্মুক্ত ।

উন্নত সিকিউরিটি ক্যামেরার জন্য নাইকন ও সনির যৌথ উদ্দ্যোগ

সিকিউরিটি ব্যবস্থাকে আরো উন্নত এবং স্মার্ট করতে নাইকন ও সনি যৌথ ভাবে প্রচেষ্টা নিচ্ছে । তাদের লক্ষ্য ইন্টা্রনেটে যুক্ত এমন এক ক্যামেরা, যা স্মার্টফোনের মতই নিখুঁত ছবি ও ভিডিও পাঠাবে । এই ক্যামেরা গুগল,অ্যামাজন ও অন্যান্য প্রতিদ্ধন্ধী ক্যামেরা প্রস্তুতকারককে টেক্কা দিতেই বানানোর প্রচেষ্টা নেয়া হয়েছে। এই ক্যামেরার আর এক বৈশিষ্ট হচ্ছে মোবাইল ফোনের অ্যাপ ডাউনলোডের মতই এতে নতুন নতুন ফিচার যুক্ত করা সম্ভব হবে। প্রযুক্তি সহায়তায় এক যোগে কাজ করছে সনি,নাইকন,উইসর্টন ও ফক্সকর্ণ। ‘Scenera’ নামক এই প্রজেক্টে ভবিষ্যতে আরো বেশ কিছু টেক জায়ান্ট যোগ দেবে বলে আশা করা হচ্ছে। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে এই ক্যামেরাগুল ব্যবহার করা হবে যাতে সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়। বিভিন্ন ফুটেজ একত্রিত করে একটা প্যাকেজ আকারে সে উস্থাপন করবে। ক্যামেরার গ্রহনকৃত ফুটেজ যাতে কেউ ইচ্ছাকৃত ভাবে নষ্ট বা ধ্বংস করতে না পারে তার জন্যও এই ক্যামেরায় থাকবে নিরাপত্তা ব্যবস্থা।

স্মার্টফোনের কিছু সমস্যার সহজ সমাধান

মোবাইল আমরা সবাই আজকাল ব্যবহার করি। আর মোবাইল ব্যবহার করতে যেয়ে ছোট খাটো নানা সমস্যায় পড়া অস্বাভাবিক নয়। এই সমস্যাগুলোর সমাধান করতেই এই পোষ্টটি। অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন পোষ্টটি ভালোভাবে পড়লে । ভালো লাগলে শেয়ার করুন আপনার পেজে । ১। আমার এসডি কার্ড পাচ্ছে না এসডি কার্ড এ কোন ধরনের সমস্যা রয়েছে। আপনি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে এসডি কার্ড রি-ফরম্যাট করুন। এরপর আপনার ফোন থেকে মেমরি কার্ডটি আবার ফরম্যাট করুন। ২। সুর্য্যের আলোতে ফোন এর স্ক্রিন দেখতে সমস্যা হয় আপনি ফোনের স্ক্রিন এর উজ্জলতা বৃদ্ধি করতে পারেন। অথবা, অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করে সুর্য্যের আলোতেও সহজেই স্ক্রিন দেখতে পারবেন। ৩। আমি কিভাবে ফোনের অ্যাপস রিমুভ করব? আপনি Settings > Applications > Manage Applications এ প্রবেশ করুন এবং আপনি যে অ্যাপটি আন-ইন্সটল করতে চান সেটি সিলেক্ট করে আন-ইন্সটল করুন। ৪। ফোনের স্ক্রিন ভেঙ্গে গেছে!! আমি কি নতুন ফোন কিনব? ভাঙ্গা স্ক্রিন পরিবর্তন করে ঠিক করা যায়। বিভিন্ন মোবাইল সার্ভিসিং এর দোকানে অথবা অনলাইন শপ এ আপনার ফোনের স্ক্রিন খুজে দেখুন। নতুবা একটি নত...

মোবাইলের ব্যাটারী প্রবলেম হলে কিভাবে বুঝবেন ?

সারা দিন আমাদের নিত্য সঙ্গী হলো হাতের স্মার্টফোনটি । সার্বক্ষনিক চালু থাকার কারণে কোন একসময় এর ব্যাটারীতে সমস্যা দেখা দিতেই পারে । কি করে বুঝবেন যে আপনার ফোনের ব্যটারীতে সমস্যা দেখা দিয়েছে। চার্জিং বার পুরো শো করে কিন্তু কল করলে লো দেখায়,খুব দ্রুত চার্জ পূর্ন হয়,চার্জ দ্রুত ফুড়িয়ে যায়,টাকা দেখতে গেলে সেট বন্ধ হয়ে যায়,ফোন চালু হয়েই অফ হয়ে যায়,ইত্যাদি। এই সকল সমস্যা শুধু ব্যাটারীর কারনে হয় না,ফোন যদি শর্ট থাকে তাহলেও হতে পারে,তবে ব্যাটারী খারাপ কিনা সেটা জানতে,ফোনটি চার্জে দিয়ে কথা বলে এবং চালিয়ে দেখতে হবে যদি চার্জে লাগালে ভালো হয়,তাহলে সেটা ব্যাটারীর সমস্যা।

সহজে ছবির সাইজ কমাবে যে অ্যাপ

এখন চলছ সেলফি যুগ। স্মার্টফোনে ছবি তোলার পর তা ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে তর সয় না অনেকের। তবে ছবির সাইজ বড় হলে বিপাকে পড়তে হয় অনেককে। ডেটা যেমন বেশি লাগে, তেমনি ধীর গতির ব্যান্ডউইথের কারণে তা আপলোডেও সমস্যা হয়, সময়ও লাগে বেশি। এমন ক্ষেত্রে সমাধান হতে পারে ছবির সাইজ কমিয়ে আপলোড করা। এ জন্য ছবিকে ডেস্কটপে নিয়ে আকার কমিয়ে থাকেন অনেকে। তবে কাজটি স্মার্টফোনের সাহায্যে সহজে করা যায়। এ জন্য রয়েছে বিভিন্ন অ্যাপ। এর মধ্যে একটি অ্যাপ্লিকেশন হলো ‘ফটো রিসাইট প্লাস’। দ্রুত ও সহজে ছবির আকার কমানোসহ আরও বেশ কিছু কাজ করা যায় এ অ্যাপ ব্যবহার করে। এটি তৈরি করেছেন আ্যাপ্লিকেশন ডেভেলপার জাকির হোসাইন। তিনি জানান, স্মার্টফোনে ছবি তোলা হলে অনেক সময় ছবির সাইজ বেশি হয়। এ অ্যাপ ছবির সাইজ সহজে কমাতে সহায়তা করবে। এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো ১. এটির সাহায্যে যে কোনো ফরম্যা টের ছবিকে রিসাইজ করা যাবে। ২. রিসাইজের পর ছবিটি সরাসরি গ্যালারিতে সেইভ করা যাবে। ৩. এটি একবার ডাউনলোড করলে ইন্টারনেট সংযোগ ছাড়াই পরে কাজ করবে। ৪. ২.২ মেগাবাইট সাইটের অ্যাপ্লিকেশনটি হালকা ধরনের ফলে স্মার্...

এমডাব্লিউসি ২০১৮-এর সেরা গ্যালাক্সি এস৯ প্লাস

স্যামসাং ইলেক্ট্রনিকস-এর প্রধান বিপণন কর্মকর্তা লি ইয়ং-হি জানিয়েছেন, “গ্রাহকের চাহিদা অনুযায়ী তাদেরকে আরও ভালো অভিজ্ঞতা দিতে আমরা সবচেয়ে ভালো পণ্যটি দেখানো এবং উদ্ভাবন চালিয়ে যাবো।” এখন পর্যন্ত ডিভাইসটির মূল্য জানায়নি ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে গ্যালাক্সি এস৯-এর মূল্য হবে ৭২০ মার্কিন ডলার। আর এস৯ প্লাসের এর দাম পড়বে ৮৪০ ডলারের কাছাকাছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের সঙ্গে এস৯-এ চার জিবি এবং এস৯ প্লাসে ছয় জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ‘সুপার স্পিড ডুয়াল পিক্সেল’ ক্যামেরা রয়েছে ডিভাইসটিতে। একের পর এক ফাঁস হওয়া তথ্যের মধ্যে নতুন স্যামসাং স্মার্টফোনের ‘রিইমাজিনড’ ক্যামেরা ছিল আলোচনায়। এস৯-এর ক্যামেরায় রাখা হয়েছে দুটি অ্যাপারচার। এর ফলে ক্যামেরা আরও বেশি আলোক সংবেদনশীল হয়েছে। বাইরে একদম অন্ধকার বা অনেক বেশি আলো, যাই থাকুক না কেন ব্যবহারকারীদের জন্য ছবি তোলা এর মাধ্যমে আরও সহজ হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। ১২৮ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ রাখা হয়েছে নতুন এই ডিভাইসে। আর মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৪০০ জিবি পর্যন্ত বা...

পরিবেশের বড় হুমকি স্মার্টফোন ও ডেটা সেন্টার

গবেষণার জন্য গবেষকরা স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ, ডেটা সেন্টার আর যোগাযোগ নেটওয়ার্ক সামগ্রীগুলোর কার্বন ফুটপ্রিন্ট নিয়ে গবেষণা করেন। জার্নাল অফ ক্লিনার প্রোডাকশন-এ প্রকাশিত এই গবেষণার ফলাফলে দেখা যায়, আগে যা ভাবা হয়েছিল তা ঠিক আছে, কার্বন নির্গমনে আইসিটি খাতের বড় প্রভাব রয়েছে। আর সবচেয়ে বেশি নির্গমণ আসে উৎপাদন ও পরিচালনা বিভাগ থেকে। কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি’র ডাব্লিউ বুথ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস অ্যান্ড টেকনোলজি-এর সহযোগী অধ্যাপক লোতফি বেলখির বলেন, “বর্তমানে এর পরিমাণ দেড় শতাংশ। এই ধারা চলছে, আইসিটি ২০৪০ সালের মধ্যে বিশ্বব্যাপী মোট কার্বন নির্গমণের ১৪ শতাংশের জন্য দায়ী হবে।” পরিমাণটা পরিবহন খাতের তুলনায় অর্ধেক বলেও জানান তিনি। বেলখির বলেন, “প্রতিটি ফোনকল, টেক্সট মেসেজ, আপলোড বা ডাউনলোড করা ভিডিও’র প্রক্রিয়া সম্পন্নের জন্য একটি ডেটা সেন্টার রয়েছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক আর ডেটা সেন্টারগুলো আপনাদের সেবা দিতে প্রচুর শক্তি খরচ করে আর অধিকাংশ ডেটা সেন্টারই জীবাশ্ম জ্বালানি থেকে উৎপন্ন বিদ্যুতে চলে। এই শক্তি ব্যয় আমরা দেখতে পাই না।” অন্য সব ডিভাইসের মধ্যে ২০২০ ...

লোমকূপ টানটান করার উপায়

মুখের ত্বকে লোমকূপগুলো বড় থাকলে টানটান ও সঙ্কুচিত করার বেশ কয়েকটি উপায় রয়েছে। সাজসজ্জাবিষয় একটি ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এখানে কয়েকটি পন্থা দেওয়া হল। বরফের টুকরা: একটি পাতলা কাপড়ে কয়েক টুকরা বরফ নিয়ে তা মুখে ঘষে নিন। বরফ ত্বকে টানটানভাব আনে এবং লোমকূপ ছোট করতে সাহয্য করে। সাধারণ টক দই: প্রাকৃতিকভাবে তৈরি সাধারণ টক দইয়ে ল্যাক্টিক অ্যাসিড ও প্রোবায়োটিক থাকে যা লোমকূপ নিরীক্ষণ করে। এটা ভালো পরিষ্কারক হিসেবেও কাজ করে যা মুখের দাগ ছোপ দূর করতে সাহায্য করে। মুখে পাতলা করে টক দই লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুবার এটা ব্যবহার করুন। ডিমের সাদা অংশ ও লেবু: ত্বকে টানটানভাব আনতে ও অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে ডিমের সাদা অংশ কার্যকর। লেবু ভিটামিন সি সমৃদ্ধ যা ত্বক উজ্জ্বল করে। ডিমের সাদা অংশের সঙ্গে এক টেবিল-চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে শুকিয়ে নিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। প্রতি সপ্তাহে একবার ব্যবহার করুন। শসার রস: শসা প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট সমৃদ্ধ যা লোমকূপ ছোট করতে সাহায্য করে। এর জলীয় উপাদানে...

অ্যাপল ওয়াচ পরিধেয় ডিভাইসের শীর্ষে

চতুর্থ প্রান্তিকে পরিধেয় ডিভাইস বাজারের ২১ শতাংশ দখল করেছে অ্যাপল ওয়াচ। এক বছরে বিক্রি বেড়েছে ৫৭.৫ শতাংশ, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে। এই প্রান্তিকেই প্রথম পরিধেয় ডিভাইস বিক্রিতে শীর্ষে পৌঁছেছে অ্যাপল। আগের কয়েক প্রান্তিকে ফিটবিট ও শিয়াওমি’র পর অবস্থান করছিলো প্রতিষ্ঠানটি। আগের বছর অ্যাপল ওয়াচ সিরিজ ৩ বাজারে এনেছে অ্যাপল। প্রথমবার যখন অ্যাপল ওয়াচ উন্মোচন করা হয়, তখন ডিভাইসটির প্রতি ক্রেতাদের খুব একটা আগ্রহ দেখা যায়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে অ্যাপল পণ্যের এই শ্রেণিটি। ২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে শীর্ষ পাঁচ পরিধেয় ডিভাইস প্রস্তুতকারক প্রতিষ্ঠান হলো অ্যাপল, ফিটবিট, শিয়াওমি, জার্মিন এবং হুয়াওয়ে।