’নবাব’ জুটি আবারো ফিরে আসছে বড়পর্দায়। ‘চালবাজ’ ছবিতে দেখা যাবে তাদের। যেখানে চালবাজ হিসেবে অভিনয় করেছে শাকিব খান। আর তার বিপরীতে অভিনয় করেছে শুভশ্রী গাঙ্গুলি। রবিবার ছবিটির ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে এসকে মুভিজের সামাজিক পেইজে। ’চালবাজ’ ছবির ট্রেইলার জুড়ে দেখানো হয়েছে চালবাজ শাকিবের চালবাজি। রোমান্টিক মুডের পাশাপাশি কমেডি ও অ্যাকশানকেও প্রাধাণ্য দেওয়া হয়েছে ট্রেইলারটিতে। শ্রুতিমধূর গানের কলির পাশাপাশি কিছুটা বিরহ দেখানো হলেও, বিরহ দৃশ্যের সাথে সুর কিংবা শব্দ না দেওয়া অনেকের তা এড়িয়ে যাবে। তবে যারা বড়পর্দায় রোম-কম ছবি দেখতে ভালবাসে, তাদের জন্য বলতে গেলে রসে ভরা ’রসগোল্লা’ই অপেক্ষা করছে। ’চালবাজ’ বৈশাখেই মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছে জয়দেব মুখার্জী।
পড়ুন,জানুন ও উপভোগ করুন বাংলায় দুই বাংলার জনপ্রিয় ও দরকারী সব খবরাখবর।