এখন চলছ সেলফি যুগ। স্মার্টফোনে ছবি তোলার পর তা ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে তর সয় না অনেকের। তবে ছবির সাইজ বড় হলে বিপাকে পড়তে হয় অনেককে। ডেটা যেমন বেশি লাগে, তেমনি ধীর গতির ব্যান্ডউইথের কারণে তা আপলোডেও সমস্যা হয়, সময়ও লাগে বেশি।
এমন ক্ষেত্রে সমাধান হতে পারে ছবির সাইজ কমিয়ে আপলোড করা। এ জন্য ছবিকে ডেস্কটপে নিয়ে আকার কমিয়ে থাকেন অনেকে। তবে কাজটি স্মার্টফোনের সাহায্যে সহজে করা যায়। এ জন্য রয়েছে বিভিন্ন অ্যাপ। এর মধ্যে একটি অ্যাপ্লিকেশন হলো ‘ফটো রিসাইট প্লাস’।
দ্রুত ও সহজে ছবির আকার কমানোসহ আরও বেশ কিছু কাজ করা যায় এ অ্যাপ ব্যবহার করে। এটি তৈরি করেছেন আ্যাপ্লিকেশন ডেভেলপার জাকির হোসাইন। তিনি জানান, স্মার্টফোনে ছবি তোলা হলে অনেক সময় ছবির সাইজ বেশি হয়। এ অ্যাপ ছবির সাইজ সহজে কমাতে সহায়তা করবে।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
১. এটির সাহায্যে যে কোনো ফরম্যা টের ছবিকে রিসাইজ করা যাবে।
২. রিসাইজের পর ছবিটি সরাসরি গ্যালারিতে সেইভ করা যাবে।
৩. এটি একবার ডাউনলোড করলে ইন্টারনেট সংযোগ ছাড়াই পরে কাজ করবে।
৪. ২.২ মেগাবাইট সাইটের অ্যাপ্লিকেশনটি হালকা ধরনের ফলে স্মার্টফোন ল্যাগ করবে না।
৫. অ্যাপ্লিকেশনটির সাহায্যে ছবি সাইজ করে তা সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।
এ ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।
এমন ক্ষেত্রে সমাধান হতে পারে ছবির সাইজ কমিয়ে আপলোড করা। এ জন্য ছবিকে ডেস্কটপে নিয়ে আকার কমিয়ে থাকেন অনেকে। তবে কাজটি স্মার্টফোনের সাহায্যে সহজে করা যায়। এ জন্য রয়েছে বিভিন্ন অ্যাপ। এর মধ্যে একটি অ্যাপ্লিকেশন হলো ‘ফটো রিসাইট প্লাস’।
দ্রুত ও সহজে ছবির আকার কমানোসহ আরও বেশ কিছু কাজ করা যায় এ অ্যাপ ব্যবহার করে। এটি তৈরি করেছেন আ্যাপ্লিকেশন ডেভেলপার জাকির হোসাইন। তিনি জানান, স্মার্টফোনে ছবি তোলা হলে অনেক সময় ছবির সাইজ বেশি হয়। এ অ্যাপ ছবির সাইজ সহজে কমাতে সহায়তা করবে।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
১. এটির সাহায্যে যে কোনো ফরম্যা টের ছবিকে রিসাইজ করা যাবে।
২. রিসাইজের পর ছবিটি সরাসরি গ্যালারিতে সেইভ করা যাবে।
৩. এটি একবার ডাউনলোড করলে ইন্টারনেট সংযোগ ছাড়াই পরে কাজ করবে।
৪. ২.২ মেগাবাইট সাইটের অ্যাপ্লিকেশনটি হালকা ধরনের ফলে স্মার্টফোন ল্যাগ করবে না।
৫. অ্যাপ্লিকেশনটির সাহায্যে ছবি সাইজ করে তা সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।
এ ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন