সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হৃত্বিক রোশানের আপকামিং মুভি; নতুন ছবির খবর!

হৃত্বিক রোশান বলিউডের অন্যতম সেরা ও সফল নায়ক। আমাদের অত্যন্ত প্রিয় এ নায়ক শুধু ভারত বা আশেপাশেই নয় সারা পৃথিবীতেই তার জনপ্রিয়তা ঈর্ষনীয়। এই কারণে ভক্তরা তার নতুন মুভির জন্য মুখিয়ে রয়েছেন।

২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় এই সুপারস্টারের। হৃত্বিক রোশানই বলিউডের একমাত্র সুপারস্টার যার অভিষেক ছবি ’কাহো না পেয়ার হ্যায়’ বল্কবাস্টার হওয়ার পাশাপাশি ২০০০ সালের সর্বোচ্চ আয়ের ছবিতে পরিণত হয়।


হৃত্বিক রোশান প্রথম ছবিতেই সুপারস্টার হওয়ার সমস্থ যোগ্যতা প্রদর্শন করে। ফলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি। এ তারকার উল্লেখযোগ্য ছবি গুলো হল ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘কোয়ি মিল গেয়া’, ‘কৃষ’, ‘ধুম ২’, ‘কৃষ ৩’, ’ব্যাং ব্যাং’। বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক চার্জ করা এ তারকা ‘মহেঞ্জো ধারো’ ছবিতে ৫০ কোটি পারিশ্রমিক নিয়েছেন।

হৃত্বিক রোশানের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘কাবিল’। চলতি বছর জানুয়ারিতে ছবিটি মুক্তি পাই। ‘কাবিল’ সমালোচকদের মন জয় করার পাশাপাশি বক্সঅফিসেও সফল হয়।

 বর্তমানে হৃত্বিক রোশানের হাতে ৪টি নতুন ছবি আছে। যার মধ্যে ’সুপার ৩০’ নামের একটির কাজ শীঘ্রই শুরু হবে।
                        
বলিউড সুপারস্টার হৃত্বিক রোশানের নতুন ছবির খবর :

১. সুপার ৩০
প্রথম বারের মত জীবনীভিত্তিক ছবিতে অভিনয় করতে যাচ্ছে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশান। পাটনা ভিত্তিক গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনাক করবে ‘কুইন’ খ্যাত পরিচালক বিকাশ ভাল। ‘সুপার ৩০’ নামের ছবিটির শুটিং শীঘ্রই শুরু হবে।

সিনেমা           : সুপার ৩০
অভিনয়          : হৃত্বিক রোশান
পরিচালক       : বিকাশ ভাল
প্রযোজক       : ...
ধরণ                : জীবনীভিত্তিক
বাজেট            : ৬০ কোটি
মুক্তির তারিখ : ২০১৮

২. হৃত্বিক ভার্সেস টাইগার
আবারো যশ রাজ ব্যানারে অভিনয় করবেন হৃত্বিক রোশান। এ্যাকশান ধর্মী এ ছবিটিতে আরো থাকছে টাইগার শ্রুফ। আগামী বছর থেকে ছবিটির শুটিং শুরু হবে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নাম ঠিক নাওয়া ছবিটি প্রযোজনা করবে আদিত্য চোপড়া। ইতোমধ্যে ২০১৯ সালের ২৫ জানুয়ারি ছবিরি মুক্তি তারিখ ঘোষণা দেওয়া হয়েছে।

পরিচালক       : হৃত্বিক ভার্সেস টাইগার (নাম এখনো ঠিক হয় নি)
পরিচালক       : সিদ্ধার্থ আনন্দ
প্রযোজক       : আতিদ্য চোপড়া
ধরণ                : এ্যাকশান
বাজেট            : ১২০ কোটি
মুক্তির তারিখ : ২৫ জানুয়ারি ২০১৯

পড়ুন : যশ রাজ ব্যানারে হৃত্বিক ও টাইগার একসাথে এ্যাকশান মুভিতে অভিনয় করছেন!

৩. কৃষ ৪
বলিউডের সফল সুপারহিরো ভিত্তিক ছবি ‘কৃষ’ সিরিজ। এই সিরিজের ছবি ‘কৃষ ৪’ নির্মিত হবে। যদিও এখনও ছবিটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। ধারণা করা হচ্ছে ‘কৃষ ৪’ এ সুপারহিরো এবং সুপারভিলেন চরিত্রে হৃত্বিক অভিনয় করবে। রাকেশ রোশানের পরিচালনায় সাইন্স-ফিকশন এ ছবিটি ২০১৮ সালের ক্রীসমাস দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমা           : কৃষ ৪
অভিনয়          : হৃত্বিক রোশান
পরিচালক       : রাকেশ রোশান
প্রযোজক       : রাকেশ রোশান
ধরণ                : সাইন্স ফিকশন
বাজেট            : ১২০ কোটি (অফিসিয়াল ফিগার নয়)
মুক্তির তারিখ : ক্রীসমাস ২০১৮


৪. কাবাড্ডি
প্রথমবারের মত জীবনীভিত্তিক ছবির মত প্রথমবারের মত খেলোয়াড় চরিত্রেও দেখা যেতে পারে হৃত্বিক রোশানকে। ‘কাবাড্ডি’ নামের এ ছবিটি পরিচালনা করবেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। সম্প্রতি গান্ধী জয়ন্তী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ছবির পরিচালক কনফার্ম করে ‘কাবাড্ডি’তে হৃত্বিক অভিনয় করার বিষয়টি। ছবিটি প্রযোজনা করবে রোনি স্ক্রিওয়ালা।

সিনেমা           : কাবাড্ডি
অভিনয়          : হৃত্বিক রোশান
পরিচালক       : রাকেশ ওমপ্রকাশ মোহরা
প্রযোজক       : রোনি স্ক্রিওয়ালা
ধরণ                : স্পোর্টস ড্রামা
বাজেট            : ৮০ কোটি (অফিসিয়াল ফিগার নয়)
মুক্তির তারিখ : ২০১৯


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলই সবচেয়ে বড় ক্যাম্পাস নিয়ে গঠিত । এই ক্যাম্পাসগুলতে রয়েছে বিশাল জায়গা এবং একজন ছাত্রের জ্ঞানচর্চার নানা উপাদান । জেনে নিন আয়তনের দিক থেকে কোন বিশ্ববিদ্যালয় কত বড় । ১. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৭৫৪ একর) ২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১১৯৬ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় (৭৫৩ একর) ৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৬৯৭ একর) ৫. ঢাকা বিশ্ববিদ্যালয় (৬০০ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ৬. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩২০ একর) ৭. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (১৭৫ একর) ৮. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৬৩ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ৯. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৫২একর) ১০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৩০ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ১১. খুলনা বিশ্ববিদ্যালয় (১০৬ একর) ১২. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০১ একর) ১৩. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০১ একর)...

বাংলা টাইপিং এ যুক্তাক্ষর

বিজয় বাংলা টাইপ করার অতি পরিচিত সফটওয়্যার । আমরা যারা বাংলা টাইপ করি বা বাংলায় লেখালেখি করি তাদের অনেকেরই যুক্তাক্ষর জনিত সমস্যা হয় । এই সমস্যা মুক্ত হবার জন্য যুক্তাক্ষরগুলোর টাইপিং প্রনালী দেয়া হলো । বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে। ১. ক্ষ = ক+ষ ২. ষ্ণ = ষ+ণ ৩. জ্ঞ = জ+ঞ ৪. ঞ্জ = ঞ+জ ৫. হ্ম = হ+ম ৬. ঞ্চ = ঞ+চ ৭. ঙ্গ = ঙ+গ ৮. ঙ্ক = ঙ+ক ৯. ট্ট = ট + ট ১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম ১১. হ্ন = হ + ন ১২. হ্ণ = হ + ণ ১৩. ব্ধ = ব + ধ ১৪. ক্র = ক + ্র (র-ফলা) ১৫. গ্ধ = গ + ধ ১৬. ত্র = ত + ্র (র-ফলা) ১৭. ক্ত = ক + ত ১৮. ক্স = ক + স ১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান, উত্থাপন) ২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর, সত্তর) ২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য) নিচের যুক্তবর্ণের তালিকাটি বাংলা সঠিকভাবে ল িখতে সহায়ক হতে পারে। এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়। ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/ বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত...

আইবি এ সম্পর্কে কিছু তথ্য

আইবিএ কি?? . আইবিএ হলো ইন্সটিটিউট অফ বিজনেস এ্যাডমিন্সট্রেশন। বাংলাদেশের মানুষের কাছে যে কয়ঠি ড্রিগ্রি খুব বেশি সম্মানিত হয় তার একটি হলো আইবিএ থেকে এমবিএ।বাংলাদেশের যে কয়টি বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে এমবিএ ড্রিগ্রি দেওয়া তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় র আইবিএ সবার উপরে তা বলার অপেক্ষা রাখেনা।ঢাকা বিশ্ববিদ্যালয় র আইবিএ তে ভর্তি হতে পারা অনেকটা স্বপ্নের মত।বলা যেতে পারে আইবিএ তে পড়তে পারলে জব আপনার পিছনে ঘুরবে আপনি জবের পিছনে না। ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় র আইবিএ সম্মধে একটু আলোচনাঃ . ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ ইনস্টিটিউট যাত্রা শুরু করে ১৯৬৬ সালে।আইবিএ সংক্রান্ত দেশের সবচেয়ে প্রাচীন শিক্ষাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।পূর্বে বছরে একবার করে এমবিএ(মাস্টার্স অফ বিজনেস এ্যাডমিন্সট্রেশন) কোর্সে ভর্তি করানো হত।কিন্তু বর্তমানে দুবার করে নেওয়া হয়। দেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ ডিগ্রি নেওয়া সম্ভব,তার মধ্যে অন্যতম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।১৯৯২ সালে যাত্রা শুরু করে জাবি র আইবিএ।অপরদিকে দেশের দ্বিতীয় সর্ব্বোচ বিদ্যাপীঠ রাজশাহী বিশ...