টেলিভিশন জগতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে স্যামসাং । এই টিভিতে থাকবে এ আই সহ কিউ,এল,ই,ডি ডিসপ্লে। আমেরিকান স্টক এক্সচেঞ্জে এর প্রথম পর্দা উঠবে যা দর্শকদের সামনে প্রদর্শীত হবে।QLED মানে হলো Quantum dot Light Emitting Diode ।
অপরদিকে স্যামসাং এর এ আই বিক্স বি তে আপনি আপনার ভয়েসের মাধ্যমেই টিভির অনেককিছু নিয়ন্ত্রন করতে পারবেন । যেসব কন্টেন্ট আপনি ভালো বাসেন এবং দেখতে পছন্দ করেন এই আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স আপনাকে তা খুঁজে বের করতে এবং দেখতে সহায়তা করবে । ইন্টারনেটের অপার সম্ভাবনার দুয়ার রইবে আপনার জন্য উন্মুক্ত ।
অপরদিকে স্যামসাং এর এ আই বিক্স বি তে আপনি আপনার ভয়েসের মাধ্যমেই টিভির অনেককিছু নিয়ন্ত্রন করতে পারবেন । যেসব কন্টেন্ট আপনি ভালো বাসেন এবং দেখতে পছন্দ করেন এই আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স আপনাকে তা খুঁজে বের করতে এবং দেখতে সহায়তা করবে । ইন্টারনেটের অপার সম্ভাবনার দুয়ার রইবে আপনার জন্য উন্মুক্ত ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন