এখন আমি অনেক অনেক সুখী
আজকে ছিল সে অনেক খুশি ,
তার ওই চাঁদমাখা হাসি মুখ
দেখলে আমার লাগে বড় সুখ।
এই ভাবে যদি প্রতিটা দিন হতো
আমরা দু’জন সুখি হতাম কততো..
পারলে তুমি আরেকটু কাজ করো..
বাবা মাকে একটু রাজি করো..
এইভাবে আর কাটে না তো দিন..
তুমি হীনা সবকিছু আমার বর্ণহীন ।
-কল্লোল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন