’নবাব’ জুটি আবারো ফিরে আসছে বড়পর্দায়। ‘চালবাজ’ ছবিতে দেখা যাবে তাদের। যেখানে চালবাজ হিসেবে অভিনয় করেছে শাকিব খান। আর তার বিপরীতে অভিনয় করেছে শুভশ্রী গাঙ্গুলি। রবিবার ছবিটির ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে এসকে মুভিজের সামাজিক পেইজে। ’চালবাজ’ ছবির ট্রেইলার জুড়ে দেখানো হয়েছে চালবাজ শাকিবের চালবাজি। রোমান্টিক মুডের পাশাপাশি কমেডি ও অ্যাকশানকেও প্রাধাণ্য দেওয়া হয়েছে ট্রেইলারটিতে। শ্রুতিমধূর গানের কলির পাশাপাশি কিছুটা বিরহ দেখানো হলেও, বিরহ দৃশ্যের সাথে সুর কিংবা শব্দ না দেওয়া অনেকের তা এড়িয়ে যাবে। তবে যারা বড়পর্দায় রোম-কম ছবি দেখতে ভালবাসে, তাদের জন্য বলতে গেলে রসে ভরা ’রসগোল্লা’ই অপেক্ষা করছে। ’চালবাজ’ বৈশাখেই মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছে জয়দেব মুখার্জী।
বলিউড উপহার দিয়েছে ‘এবিসিডি’ ও ‘এবিসিডি ২’ নামের দুইটি সুপারহিট নাচের ছবি। বিশেষ করে ‘এবিসিডি ২’ ছবিতে বরুণ ধাওয়ানের অভিনয়ের কারণে ছবিটি বক্সঅফিসে শতকোটি আয় করা ছবি হিসেবে রেকর্ড করেছিল। দুটো ছবিই পরিচালনা করেছে রেমো ডি সুজা। এবং দুটো ছবিতেই অভিনয় করেছিল ভারতের বিখ্যাত ড্যান্সগুরু প্রভুদেবা। এবার বলিউডে নির্মিত হতে যাচ্ছে ভারতের সবচেয়ে বড় নাচের ছবি। সম্প্রতি টি-সিরিজের সিএমডি ভূষণ কুমার সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে যে তাদের ব্যানারে ভারতের সবচেয়ে বড় নাচের ছবি নির্মাণ হওয়ার বিষয়টি। এ বিষয়ে একটি ভিডিও ছাড়া হয়েছে, যেখানে ছবিতে কে কে অভিনয় করবে তা তুলে ধরা হয়েছে। বিগ বাজেটের নাচের এ ছবিটিতে অভিনয় করছে বরুণ ধাওয়ান। তার বিপরীতে থাকছে ক্যাটরিনা কাইফ। সেই সাথে ছবিটি পরিচালনাও করছে র্যামো ডি সুজা। ছবিটিতে আরো অভিনয় করছে প্রভু দেবা, ধর্মেশ, রাঘব, পুনিত পাঠক। উল্লেখ্য যে ‘এবিসিডি’ সিরিজের প্রায় প্রধান অভিনেতাগুলো এ ছবিতে অভিনয় করলে ছবিটির নাম হিসেবে এখনো ‘এবিসিডি ৩’ ঘোষণা করা হয় নি। নাচের এ ছবিটি প্রযোজনা করছে ভূষণ কুমার। এ ছবিতে বরুণ-ক্যাটরিনা প্রথম বারের মত কোন ছবিতে অভিনয় করছে। ছবিটির...